সিরাজগঞ্জে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প

0
সিরাজগঞ্জে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প

সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার চরাঞ্চলে প্রায় দুই হাজার হত-দরিদ্র মানুষকে বিনামূল্যে ওষুধসহ চিকিৎসা সেবা দিয়েছেন সেনাবাহিনী। বুধবার উপজেলার যমুনা নদীর চরাঞ্চলের চরভানুডাঙ্গা ইছামতি উচ্চ বিদ্যালয়ে মেডিকেল ক্যাম্পেইনের মাধ্যমে দিনব্যাপী এ চিকিৎসাসেবা দেয়া হয়।

বগুড়া সেনাবাহিনীর ১১ পদাতিক ডিভিশনের ৪০ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি ব্রিগেডের উদ্যোগে এ চিকিৎসাসেবা ও বিনামূল্যে ওষুধ সরবরাহ করা হয়। এতে সিএমএইচ এর বিশেষজ্ঞ সামরিক ডাক্তাররা রোগীদের চিকিৎসা দেন। সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।

সিরাজগঞ্জ সেনাক্যাম্প সূত্র জানায়, দিনভর ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে ১৮২৯ জন রোগীগে চিকিৎসার পাশাপাশি ওষুধ দেওয়া হয়। এর মধ্যে  ৬৫৪ জন পুরুষ, ৯৪৫ জন নারী ও ২৩০ জন শিশু এই চিকিৎসাসেবা গ্রহণ করেন।

এদিকে হাতের কাছে বিনামূল্যে বিশেষজ্ঞ ডাক্তারদের মাধ্যমে এমন চিকিৎসাসেবা ও ওষুধ পেয়ে খুশি চরাঞ্চলের হত-দরিদ্র মানুষ। অসহায় ও সুবিধাবঞ্চিত জনগণের মাঝে মানবিক সহায়তা পৌঁছে দিতে সেনাবাহিনী ভবিষ্যতেও এ ধরনের সেবামূলক কর্মকান্ড চালিয়ে যাবে জানিয়েছেন সিরাজগঞ্জ আর্মি ক্যাম্প।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here