বাণিজ্য সম্প্রসারণ ও সম্পর্ক উন্নয়নে হাঙ্গেরির পররাষ্ট্রমন্ত্রী পিটার সিজ্জার্তোর সঙ্গে ফোনে কথা বলেছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। এসময় ফোনালাপে উভয় পক্ষ ইউক্রেন যুদ্ধের অবসান এবং ইউরোপীয় ইউনিয়নকে এগিয়ে নিতে আলোচনা করেছেন।
বুধবার (২৮ জানুয়ারি) চীনর রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এক প্রতিবেদনে প্রতিবেদনের বিষয়টি নিশ্চিত করেছে। হাঙ্গেরি হল প্রথম ইউরোপীয় দেশ যারা ওয়ান বেল্ট ওয়ান রোড সহযোগিতায় চীনের সাথে একটি আন্তঃসরকারি সহযোগিতা দলিলে স্বাক্ষর করেছে।
চীন প্রকল্পটিতে তৃতীয় আন্তর্জাতিক সহযোগিতা ফোরামে হাঙ্গেরির অংশগ্রহণকে স্বাগত জানিয়েছে। পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বলেছেন, বেইজিং এবং ইউরোপীয় ইউনিয়ন অংশীদার, প্রতিদ্বন্দ্বী নয়। হাঙ্গেরির সঙ্গে পারস্পরিক আস্থা ও বন্ধুত্ব জোরদার এবং কৌশলগত পরিকল্পনা নিয়ে কাজ তারা কাজ করতে চায়। সেই সাথে সম্পর্কের উন্নয়নে একটি নতুন এবং শক্তিশালী প্রেরণা হিসেবে কাজ করবে বলেও মত দেন ওয়াং ই।
এসময় চীনা বৈদ্যুতিক যানবাহনের ওপর ইউরোপীয় ইউনিয়নের ভর্তুকিবিরোধীর বিষয়টি উল্লেখ করেন চীনের পরারাষ্ট্রমন্ত্রী। তিনি বিশ্বাস করেন, এই পদক্ষেপের কারণে আন্তর্জাতিক বাণিজ্যের মৌলিক নিয়ম লঙ্ঘন এবং বিশ্বব্যাপী মোটরগাড়ি সরবরাহ শৃঙ্খলকে ব্যবস্থাকে ব্যাহত করবে।
তিনি জোর দিয়ে বলেন, চীন ইইউর উন্নয়নের দিকনির্দেশনার সাথে সামঞ্জস্যপূর্ণ সবুজ, কম কার্বন এবং টেকসই উন্নয়নের পথে প্রতিশ্রুতিবদ্ধ। তিনি আরও বলেন, উৎপাদনের উন্নয়ন ন্যায্য প্রতিযোগিতার উপর নির্ভর করে, সুরক্ষাবাদের ওপর নয়।
বহুপাক্ষিক সহযোগিতা কার্যকরভাবে বাস্তবায়ন, জাতিসংঘ কেন্দ্রিক আন্তর্জাতিক ব্যবস্থা রক্ষা এবং চীন-ইইউ সম্পর্কের সুস্থ ও স্থিতিশীল উন্নয়নের জন্য চীনের সহযোগিতার বিষয়টি তুলে ধরেন তিনি।
ফোনালাপে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে উন্নয়নে হয়েছে সহযোগিতা বৃদ্ধিতে উভয় পক্ষ একমত হয়েছে। পিটার সিজ্জার্তো ইউক্রেনে শান্তি ফিরিয়ে আনার জন্য চীনের প্রচেষ্টার জন্য ধন্যবাদ জানিয়েছেন।
সূত্র: রয়টার্স।

