শ্রীলঙ্কার ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি লিগ লঙ্কান প্রিমিয়ার লিগে (এলপিএল) ম্যাচ ফিক্সিংয়ের দায়ে ডাম্বুলা থান্ডার্স দলের মালিক বাংলাদেশি বংশোদ্ভূত তামিম রহমানকে চার বছরের স্থগিত কারাদণ্ড দিয়েছেন কলম্বো হাই কোর্ট। বুধবার (২৮ জানুয়ারি) এই রায় ঘোষণা করা হয়।
আদালত সূত্রে জানা গেছে, তামিম রহমান আদালতে এক খেলোয়াড়কে প্রভাবিত করার চেষ্টা এবং বেটিংয়ের সঙ্গে জড়িত থাকার অভিযোগ স্বীকার করেছেন। দোষ স্বীকারের পর আদালত তাকে দোষী সাব্যস্ত করে চার বছরের কারাদণ্ড দেয়। তবে শর্ত হিসেবে নাম প্রকাশ না করার শর্তে ওই কারাদণ্ড পাঁচ বছরের জন্য স্থগিত রাখা হয়েছে, বলে জানিয়েছেন আদালতের এক কর্মকর্তা। একই সঙ্গে তাকে ২ কোএলপিএলেটি ৪০ লাখ শ্রীলঙ্কান রুপি (প্রায় ৮০ হাজার মার্কিন ডলার) জরিমানা করা হয়েছে।
এই রায়টি ২০১৯ সালে প্রণীত শ্রীলঙ্কার ক্রীড়াঙ্গনে দুর্নীতি প্রতিরোধে কঠোর আইনের আওতায় দেয়া হয়েছে।
তামিম রহমান ২০২৪ সালে গ্রেফতার হন। অভিযোগ পাওয়া যায়, একজন খেলোয়াড় এলপিএল কর্তৃপক্ষকে বিষয়টি জানালে তদন্ত শুরু হয়। পরে তিনি দুবাইগামী একটি ফ্লাইটে ওঠার আগে কলম্বো বিমানবন্দর থেকে আটক হন। কয়েক সপ্তাহ কারাভোগের পর জামিনে মুক্তি পান।

