গণভোটে ‘হ্যাঁ’ জয়যুক্ত হলে তারুণ্যের স্বপ্ন বাস্তবায়ন হবে : আলী রীয়াজ

0
গণভোটে ‘হ্যাঁ’ জয়যুক্ত হলে তারুণ্যের স্বপ্ন বাস্তবায়ন হবে : আলী রীয়াজ

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ড. আলী রীয়াজ বলেছেন, তরুণরা নেতৃত্ব দিয়ে ২০২৪-এর গণঅভ্যুত্থান সফল করেছে। তারাই নতুন বাংলাদেশের সম্ভাবনাময় শক্তি। গণভোটে কোনো প্রার্থী নেই। কিন্তু এই গণভোট জাতির জন্য অত্যন্ত গুরুত্ববহ। গণভোটে ‘হ্যাঁ’ জয়যুক্ত হলে তরুণদের স্বপ্নের বাংলাদেশ বাস্তবায়ন হবে।

বুধবার এফডিসিতে আসন্ন নির্বাচনের ফলাফল নির্ধারণে তরুণ ভোটারদের ভূমিকা নিয়ে ডিবেট ফর ডেমোক্রেসি’র আয়োজনে নির্বাচনী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ।

আলী রীয়াজ বলেন, জুলাই অভ্যুত্থান প্রতিহত করতে ফ্যাসিস্ট রিজিওমের ব্যবহৃত অবৈধ অস্ত্র এখনো তাদের হাতে রয়েছে। পাশাপাশি পলাতক ফ্যাসিস্ট শেখ হাসিনা পার্শ্ববর্তী রাষ্ট্রে অবস্থান করে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রে লিপ্ত। পতিত স্বৈরাচারী দলের নেত্রী ও তার দলের লোকজন দেশকে অস্থিতিশীল করে নির্বাচন বানচালের মাধ্যমে বাংলাদেশকে বিপদজনক অবস্থানে ঠেলে দিতে পারে।

তিনি আরও বলেন, ভারত বাংলাদেশের জনগণ ও রাষ্ট্রের বিপক্ষে গিয়ে একটি দলের পক্ষে অবস্থান নিয়েছে, যা দুঃখজনক। তাই আসন্ন নির্বাচন নিয়ে বড় কোনো শঙ্কা না থাকলেও নির্বাচন যাতে বাধাগ্রস্ত করতে না পারে তার জন্য সংশ্লিষ্ট সরকারি প্রতিষ্ঠান, আইনশৃঙ্খলা বাহিনী, রাজনৈতিক দল, জনগণ ও তরুণদের সাথে নিয়ে তা মোকাবিলা করতে হবে।

সভাপতির বক্তব্যে ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, আসন্ন নির্বাচন যদি গ্রহণযোগ্য না হয়, তাহলে জুলাই অভ্যুত্থানের চেতনা ভেস্তে যাবে। জনআকাঙ্ক্ষা ব্যর্থ হবে। তাই নির্বাচন সফল করতে বিএনপি, জামায়াত, এনসিপিসহ অংশগ্রহণকারী সকল রাজনৈতিক দল ও প্রার্থীকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। যত বাধা বিপত্তিই আসুক না কেন ১২ ফেব্রুয়ারির নির্বাচন হতেই হবে। নির্বাচন ছাড়া কোনো বিকল্প নেই।

নির্বাচনী বিতর্ক প্রতিযোগিতায় ‘তরুণ ভোটাররাই আসন্ন গণভোট ও জাতীয় নির্বাচনের ফলাফল নির্ধারণ করবে’ শীর্ষক ছায়া সংসদে বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস এন্ড টেকনোলজি’র বিতার্কিকদের পরাজিত করে তেজগাঁও কলেজের বিতার্কিকরা বিজয়ী হয়।

প্রতিযোগিতায় বিচারক ছিলেন অধ্যাপক অধ্যাপক আবু মোহাম্মদ রইস, সাংবাদিক মাইদুর রহমান রুবেল, সাংবাদিক মো. আতিকুর রহমান ও অ্যাডভোকেট জান্নাতুল ফেরদৌসী । প্রতিযোগিতা শেষে অংশগ্রহণকারী দলকে ট্রফি, ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here