গাইবান্ধার পলাশবাড়ীতে ৯৮ বোতল ফেয়ারডিলসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাব।
মঙ্গলবার দুপুরে ঢাকা–রংপুর মহাসড়কের পলাশবাড়ী পৌরসভার নতুন ভবনের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতার ব্যক্তিরা হলেন নীলফামারীর জলঢাকা উপজেলার গুরমন্দা ইউনিয়নের ভাবোনচোর এলাকার জাফর আলীর ছেলে দুলু মিয়া (৩৬) এবং একই এলাকার নুর ইসলামের ছেলে নুরুজ্জামান (৩৩)।
বুধবার বিকেলে র্যাব-১৩–এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) ও অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১৩–এর সিপিএসসি ও সিপিসি-৩ গাইবান্ধা ক্যাম্পের যৌথ অভিযানে ওই এলাকায় চেকপোস্ট বসানো হয়। এ সময় দুটি মোটরসাইকেল তল্লাশি করে ৯৮ বোতল ফেয়ারডিল জব্দ করা হয় এবং দুজনকে গ্রেফতার করা হয়।
র্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, গ্রেফতার ব্যক্তিরা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন এলাকায় অবৈধভাবে মাদকদ্রব্য বিক্রি ও সরবরাহ করে আসছিলেন। পরবর্তী আইনগত ব্যবস্থা নিতে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে জব্দ করা আলামতসহ সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

