হত্যা মামলার আসামি ঢাকা থেকে গ্রেফতার

0
হত্যা মামলার আসামি ঢাকা থেকে গ্রেফতার

রংপুর তারাগঞ্জে গণপিটুনীতে দু’জনের মৃত্যুর মামলায় মেহেদী হাসান (৩০) নামে এক আসামিকে ঢাকা থেকে গ্রেফতার করেছে র‌্যাব। ঢাকার শাহবাগ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। মেহেদী হাসান তারাগঞ্জ উপজেলার ফরিদাবাদ এলাকার ইছাহাক আলীর ছেলে। রবিবার বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন র‌্যাব-১৩ এর সিনিয়র সহকারী পরিচালক বিপ্লব কুমার গোস্বামী।

র‌্যাব জানায়, গত বছরের ৯ আগস্ট রাতে জামাই প্রদীপ লালের ভ্যানের করে নিজ বাড়ির দিকে আসছিলেন রুপলাল রবিদাস। রাত সাড়ে ৮টায় তারা সয়ার বুড়িরহাট বটতলা এলাকায় আসলে এলাকার কিছু মানুষ তাদের পথরোধ করে জিজ্ঞাসাবাদসহ ভ্যানে থাকা ব্যাগ তল্লাশী করে দুর্গন্ধযুক্ত পানীয় পায়। এ সময় স্থানীয়রা রাত ৯টার দিকে বুড়িরহাট উচ্চ বিদ্যালয় মাঠে নিয়ে গিয়ে রুপলাল দাস ও প্রদীপ লালকে চোর অপবাদ দিয়ে গণপিটুনী দেয়। এতে ঘটনাস্থলে রুপলাল মারা যান এবং পরবর্তীতে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় প্রদীপ লালের মৃত্যু হয়। এ ঘটনায় ১০ আগস্ট রুপলালের স্ত্রী ভারতী রানী থানায় মামলা করলে ছায়া তদন্ত শুরু করে র‌্যাব। রবিবার (২৪ জানুয়ারী) বিকেলে রংপুর র‌্যাব-১৩ ও ঢাকা র‌্যাব-১০ যৌথ অভিযানে ঢাকার শাহবাগ থেকে মামলার পলাতক প্রধান আসামী মেহেদী হাসানকে গ্রেফতার করা হয়।  

র‌্যাব-১৩ এর সিনিয়র সহকারী পরিচালক বিপ্লব কুমার গোস্বামী বলেন, আসামীর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণে তাকে তারাগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়া প্রতিটি সহিংসতা প্রতিরোধে র‌্যাব প্রতিজ্ঞাবদ্ধভাবে কাজ করছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here