পাসওয়ার্ড ফাঁস হলেও হ্যাক হবে না ফেসবুক, চালু করুন টু-ফ্যাক্টর অথেনটিকেশন

0
পাসওয়ার্ড ফাঁস হলেও হ্যাক হবে না ফেসবুক, চালু করুন টু-ফ্যাক্টর অথেনটিকেশন

সম্প্রতি বিশ্বজুড়ে কয়েক কোটি ফেসবুক ও জিমেইল ব্যবহারকারীর তথ্য ফাঁস হওয়ার ঘটনার পর সাইবার নিরাপত্তার বিষয়টি আরও গুরুত্ব পেয়েছে। শুধু পাসওয়ার্ড আর নেই; এখন টু-ফ্যাক্টর অথেনটিকেশন (Two-Factor Authentication) চালু করা অপরিহার্য। এই ফিচারটি সক্রিয় থাকলে আপনার পাসওয়ার্ড কেউ জেনে গেলেও আপনার অনুমতি ছাড়া অ্যাকাউন্টে লগ-ইন করতে পারবে না।

টু-ফ্যাক্টর অথেনটিকেশন কেন প্রয়োজন?

টু-ফ্যাক্টর অথেনটিকেশন চালু থাকলে পাসওয়ার্ড জানা হলেও কেউ আপনার অনুমতি ছাড়া লগ-ইন করতে পারবে না। লগ-ইনের পর আপনার মোবাইলে একটি ওটিপি (OTP) বা ভেরিফিকেশন কোড পাঠানো হয়, যা না দিলে অ্যাকাউন্টে প্রবেশ সম্ভব নয়।

ফেসবুকে টু-ফ্যাক্টর অথেনটিকেশন চালু করার ধাপসমূহ:

১. সেটিংস-এ যান: আপনার স্মার্টফোন থেকে ফেসবুক অ্যাপ ওপেন করে ডানদিকের ‘থ্রি-লাইন’ মেনুতে ট্যাপ করুন। এরপর ‘Settings & Privacy’ থেকে ‘Settings’ অপশনে যান।

২. অ্যাকাউন্ট সেন্টার: এবার ‘Meta Accounts Center’-এ ট্যাপ করে ‘Password and Security’ অপশনটি বেছে নিন।

৩. টু-ফ্যাক্টর অথেনটিকেশন: এখানে ‘Two-Factor Authentication’ অপশনটি পাবেন। সেটি সিলেক্ট করে আপনার ফেসবুক প্রোফাইলটি নির্বাচন করুন।

৪. নিরাপত্তা পদ্ধতি নির্বাচন: ফেসবুক আপনাকে তিনটি পদ্ধতিতে কোড পাওয়ার সুযোগ দেবে:

Authentication App: গুগল অথেনটিকেটরের মতো অ্যাপ ব্যবহার করা (সবচেয়ে নিরাপদ)।

Text Message (SMS): আপনার মোবাইল নম্বরে এসএমএস-এর মাধ্যমে কোড আসবে।

Security Keys: হার্ডওয়্যার ভিত্তিক চাবি (পেশাদারদের জন্য)।

৫. SMS পদ্ধতি সক্রিয়করণ: সাধারণ ব্যবহারের জন্য ‘Text Message (SMS)’ অপশনটি সিলেক্ট করে আপনার সচল মোবাইল নম্বরটি দিন।

৬. কোড যাচাই: আপনার মোবাইলে একটি ৬ ডিজিটের ভেরিফিকেশন কোড আসবে। কোডটি ফেসবুকের বক্সে বসিয়ে ‘Next’ বা ‘Done’ বাটনে ট্যাপ করলেই টু-ফ্যাক্টর অথেনটিকেশন চালু হয়ে যাবে।

ব্যাকআপ কোড সংগ্রহ করে রাখুন

অনেক সময় মোবাইল নেটওয়ার্কের সমস্যার কারণে এসএমএস আসতে দেরি হতে পারে। তাই একই সেটিংস পেইজ থেকে ‘Additional Methods’-এ গিয়ে ‘Recovery Codes’ অপশন থেকে ১০টি ব্যাকআপ কোড কপি করে নিরাপদ স্থানে লিখে রাখুন। ফোন হারিয়ে গেলে বা নম্বর বন্ধ থাকলেও এই কোডগুলো দিয়ে আপনি অ্যাকাউন্টে প্রবেশ করতে পারবেন।

বিশেষ সতর্কতা

টু-ফ্যাক্টর অথেনটিকেশন চালু করার পর আপনার ফোনে আসা ওটিপি (OTP) বা রিকভারি কোড কখনোই অন্য কাউকে জানাবেন না। কোনো লিঙ্কে ক্লিক করে কোড টাইপ করবেন না। সচেতনতাই সাইবার নিরাপত্তার প্রথম হাতিয়ার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here