হাত ধোয়ার বেসিন ধসে দুই শিশুর মৃত্যু

0
হাত ধোয়ার বেসিন ধসে দুই শিশুর মৃত্যু

সিরাজগঞ্জে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্মিত একটি হাত ধোয়ার বেসিনসহ ওয়াল ধসে পড়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। রবিবার বিকেলে সদর উপজেলার খোকসাবাড়ী ইউনিয়নের শালুয়াভিটা বাজারে এ ঘটনা ঘটে। মৃত শিশুরা হলো- চর শৈলাবাড়ী এলাকার ফরিদুল ইসলামের ছেলে রায়হান (৪) ও সজিব সেখের মেয়ে সুমি খাতুন (২)। এ ঘটনায় সানজিদা খাতুন নামে তিন বছর বয়সী আরেক শিশু আহত হয়েছে। তাকে হাসপাতাল ভর্তি করা হয়েছে। 

স্থানীয়রা জানান, বিকেল চারটার দিকে তিনজন শিশু পরিত্যক্ত বেসিনটির পাশে খেলাধুলা করছিল। এক পর্যায়ে তারা বেসিনটি ওপরে উঠলে হঠাৎ করে বেসিনসহ দেয়ালটি ধ্বসে পড়ে। এতে নিচে চাপা পড়ে রায়হান ও সুমি খাতুন মারা যায় এবং সানজিদা আহত হয়। স্থানীয়দের অভিযোগ নিম্নমানের সামগ্রী ব্যবহার করায় এ দুর্ঘটনাটি ঘটেছে। 

সদর থানার ওসি (তদন্ত) মো. আহসানুজ্জামান জানান, করোনাকালীন হাত ধোয়ার জন্য শালুয়াভিটা বাজারে হাত ধোয়ার জন্য বেসিনটি নির্মাণ করা হয়েছিল। প্রতিদিন শিশুরা বেসিনটির ওপরে এবং আশেপাশে খেলাধুলা করে। বিকেলেও তিনজন শিশু খেলাধুলা করছিল। একপর্যায়ে তারা বেসিনটির ওপরে বসে খেলাবস্থায় নড়বড়ে দেয়ালটি ধ্বসে পড়ে যায়। এতে তিনজনই চাপা পড়ে যায়। ঘটনাস্থলেই দুজন মারা যায় এবং একজন আহত হয়। আহত শিশুটিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ইউডি মামলা হিসেবে গ্রহন করে বিষয়টি খতিয়ে দেখা হবে। 

উপজেলা নির্বাহী অফিসার মো. মামুন খান ঘটনাস্থল পরিদর্শন শেষে জানান, মৃত দুই শিশুর পরিবারকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ২০ হাজার করে টাকা অনুদান দেয়া হয়েছে। এ ঘটনায় কৃষি অফিসারকে প্রধান করে তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে।   

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here