ওয়াকিটকি পকেটে নিয়ে রাতে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করছিলেন ১৮ বছর বয়সী এক যুবক। এলাকাবাসীর জিজ্ঞাসাবাদে তিনি নিজেকে সেনাবাহিনীর সদস্য দাবি করলেও কোনো পরিচয়পত্র দেখাতে না পারায় স্থানীয়রা তাকে পুলিশের হাতে তুলে দেয়। পরে রবিবার তাকে কারাগারে পাঠানো হয়।
শনিবার রাতে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার বর্নি ইউনিয়নের দক্ষিণ পাড়া মুন্সীবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
গ্রেফতার যুবক রাহাত চৌধুরী (১৮) মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার ভাগ্যকূল গ্রামের দেলোয়ার চৌধুরীর ছেলে। তিনি বর্তমানে গোপালগঞ্জ সদর উপজেলার মৌলভীপাড়ায় ভাড়া বাসায় থাকতেন।
টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ূব আলী বিষয়টি নিশ্চিত করেন।
প্রত্যক্ষদর্শী ও থানা সূত্রে জানা যায়, শনিবার রাতে পকেটে ওয়াকিটকি নিয়ে এলাকায় ঘোরাঘুরি করছিলেন রাহাত। তার আচরণ সন্দেহজনক হলে স্থানীয়রা পরিচয় জানতে চাইলে তিনি নিজেকে সেনাবাহিনীর সদস্য ও গোয়েন্দা কার্যক্রমে নিয়োজিত বলে দাবি করেন। এক পর্যায়ে কোনো পরিচয়পত্র দেখাতে না পারায় স্থানীয়রা থানায় খবর দেন। পরে টুঙ্গিপাড়া ক্যাম্পের সেনাবাহিনী ও পুলিশ তাকে আটক করে এবং তার কাছ থেকে একটি ওয়াকিটকি উদ্ধার করা হয়।
ওসি আইয়ূব আলী বলেন, জিজ্ঞাসাবাদে রাহাত দাবি করেছেন তিনি বন্ধুর বাড়িতে বেড়াতে এসেছিলেন এবং গোপালগঞ্জ শহরের একটি দোকানে কাজ করেন। তার বিরুদ্ধে টুঙ্গিপাড়া থানায় মামলা হয়েছে এবং সেই মামলায় রবিবার দুপুরে তাকে কারাগারে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে।

