আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে সাউথ এশিয়া সেন্টার ফর মিডিয়া ইন ডেভেলপমেন্ট (সাকমিড) ব্রাহ্মণবাড়িয়ায় বেসলাইন স্টাডির ফলাফল উপস্থাপন করেছে।
রবিবার (২৫ জানুয়ারি) সকাল ১০টায় দিনব্যাপী শহরের কাউতলীর স্বপ্নতরীর হলরুমে স্থানীয় এনজিও স্বনির্ভর সহায়তায় বাংলাদেশের নেদারল্যান্ডস দূতাবাসের অর্থায়নে পরিচালিত ‘নারীর ভোট, নারীর কণ্ঠ’ প্রকল্পের আওতায় আয়োজন করা হয়।
বেসলাইন গবেষণার মূল ফলাফল উপস্থাপন করেন সাকমিডের প্রোগ্রাম অফিসার আবু সুফিয়ান এবং সেশনসমূহে সহ-সঞ্চালনায় ছিলেন প্রোগ্রাম অফিসার শাদমান আল আরবী।
দিনব্যাপী এই কার্যক্রমে অংশগ্রহণকারীদের মধ্যে ছিলেন জেলা নির্বাচন অফিসারে প্রতিনিধি, সরকারি কর্মকর্তা-কর্মচারী, পুলিশ সদস্য, আনসার নারী সদস্য, ব্যবসায়ী নারী, বিএনপি, এনসিপি ও অন্যান্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, শিক্ষার্থী, সাংবাদিক এবং ধর্মীয় নেতৃবৃন্দ।
আলোচনায় অংশগ্রহণকারীরা নারীদের ভোটদানে উৎসাহিত করার জন্য ভোটার শিক্ষা ও সচেতনতামূলক ক্যাম্পেইন পরিচালনা করা। নির্বাচন দিবসে নারীদের জন্য যাতায়াত সুবিধা নিশ্চিত করা। মসজিদভিত্তিক প্রচারের মাধ্যমে ধর্মীয় নেতাদের সম্পৃক্ত করে নারীদের ভোটদানে উৎসাহিত করা। বিদ্যালয়ভিত্তিক সচেতনতামূলক কার্যক্রমের মাধ্যমে নারীদের ভোটাধিকার সম্পর্কে ইতিবাচক মনোভাব সৃষ্টি করা। এতে নারীদের জন্য নিরাপদ, তথ্যভিত্তিক ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচন পরিবেশ গড়ে তুলতে সহায়ক হবে।

