যুক্তরাষ্ট্রে তুষারঝড়ে বিদ্যুৎহীন আড়াই লাখ মানুষ

0
যুক্তরাষ্ট্রে তুষারঝড়ে বিদ্যুৎহীন আড়াই লাখ মানুষ

যুক্তরাষ্ট্রজুড়ে ভয়াবহ তুষারপাতের কারণে মানবিক বিপর্যয় দেখা দিয়েছে। ঝড়ের কারণে টেক্সাসের পশ্চিমে দুই লাখ ৩০ হাজারের বেশি মানুষ বিদ্যুৎহীন হয়ে পড়েছে। একই সঙ্গে বরফে ঢেকে যাওয়ায় পূর্বাঞ্চলীয় রাজ্যগুলো কার্যত অচল হয়ে পড়েছে।

আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, রবিবার (২৫ জানুয়ারি) চলতি সপ্তাহের শেষ পর্যন্ত দেশের পূর্বাঞ্চলের দুই-তৃতীয়াংশ অঞ্চলে তুষারপাত, শিলাবৃষ্টি, হিমশীতল বৃষ্টিপাত এবং বিপজ্জনকভাবে ঠান্ডা তাপমাত্রা অব্যাহত থাকতে পারে।

এমন পরিস্থিতিতে স্থানীয় সময় শনিবার (২৪ জানুয়ারি) মার্কিন প্রেসিডেন্ট দক্ষিণ ক্যারোলিনা, ভার্জিনিয়া, টেনেসি, জর্জিয়া, উত্তর ক্যারোলিনা, মেরিল্যান্ড, আরকানসাস, কেনটাকি, লুইসিয়ানা, মিসিসিপি, ইন্ডিয়ানা এবং পশ্চিম ভার্জিনিয়ায় জরুরি দুর্যোগ ঘোষণা অনুমোদন দিয়েছে।

ট্রাম্প তার সামাজিক যোগাযোগ মাধ্যম দেওয়া এক পোস্টে বলেন, আমরা এই ঝড়ের পথে থাকা সমস্ত রাজ্যের উপর নজর রাখব এবং তাদের সাথে যোগাযোগ রাখব। নিরাপদে থাকুন এবং উষ্ণ থাকুন।

শনিবার জ্বালানি বিভাগ টেক্সাসের বৈদ্যুতিক নির্ভরযোগ্যতা কাউন্সিলকে রাজ্যের ব্ল্যাকআউট সীমিত করার লক্ষ্যে ডেটা সেন্টার এবং অন্যান্য প্রধান সুবিধাগুলিতে ব্যাকআপ জেনারেশন রিসোর্স স্থাপনের অনুমতি দিয়ে একটি জরুরি আদেশ জারি করেছে।

পরে জরুরি বিভাগ গ্রিড অপারেটর পিজেএম ইন্টারকানেকশনকে রাজ্যের আইন বা পরিবেশগত অনুমতির কারণে সীমাবদ্ধতা নির্বিশেষে মধ্য-আটলান্টিক অঞ্চলে “নির্দিষ্ট রিসোর্স” পরিচালনা করার জন্য একটি জরুরি আদেশ জারি করেছে।এদিকে আবহাওয়ার এক পূর্বাভাসে আগামীকাল সোমবার (২৬ জানুয়ারি) রেকর্ড ঠান্ডা তাপমাত্রা এবং বিপজ্জনকভাবে ঠান্ডা বাতাসের তীব্রতা গ্রেট প্লেইন অঞ্চলে আরও নেমে আসার পূর্বাভাস দিয়েছেন।

ফ্লাইট ট্র্যাকিং সংস্থাগুলোর তথ্য অনুযায়ী, শনিবার ও রোববার মিলিয়ে যুক্তরাষ্ট্রজুড়ে ১৩ হাজারের বেশি ফ্লাইট বাতিল করা হয়েছে। ডালাস-ফোর্ট ওয়ার্থ, শিকাগো, আটলান্টা, ওকলাহোমা সিটি ও ওয়াশিংটনের প্রধান বিমানবন্দরগুলোতে সবচেয়ে বেশি ফ্লাইট বাতিলের ঘটনা ঘটেছে। অনেক বিমানবন্দরে শনিবারের সব ফ্লাইটই বন্ধ রাখা হয়।

জর্জিয়ার কর্মকর্তারা একে গত এক দশকের সবচেয়ে বড় বরফঝড়গুলোর একটি বলে উল্লেখ করে বাসিন্দাদের অন্তত ৪৮ ঘণ্টা ঘরে থাকার পরামর্শ দিয়েছেন। ঝড়ের প্রভাব আরও কয়েক দিন অব্যাহত থাকতে পারে বলে আশঙ্কা করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। তাই সকলকে জ্বালানি, খাদ্য মজুদ এবং পরিস্থিতি মোকাবেলায় সবাইকে সর্তক থাকার আহ্বান জানিয়েছে।

সূত্র: রয়টার্স।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here