ভারতের পাহাড়ি রাজ্য হিমাচল প্রদেশে টানা ও অতিরিক্ত তুষারপাতের ফলে বিপর্যস্ত হয়ে পড়েছে স্বাভাবিক জনজীবন। রাজ্যের একাধিক জেলায় তুষারপাতের কারণে পরিবহন ব্যবস্থা ভেঙে পড়েছে, ব্যাহত হয়েছে যোগাযোগ, বিদ্যুৎ ও পানীয় জল সরবরাহ। অনেক এলাকায় ঘণ্টার পর ঘণ্টা ধরে রাস্তায় আটকে রয়েছে গাড়িরর সারি।
তীব্র তুষারপাতের জেরে লাহুল ও স্পিতি জেলার সঙ্গে রাজ্যের অন্যান্য অংশের সড়ক যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। শনিবার সন্ধ্যা পর্যন্ত ৩ নম্বর ও ৫০৫ নম্বর জাতীয় সড়কসহ মোট ৬৮৫টি রাস্তা বন্ধ ছিল। শুক্রবার রাত থেকে মানালিতে শত শত পর্যটক আটকে পড়েন। পরে জেলা প্রশাসনের উদ্যোগে উদ্ধারকাজ চালিয়ে অনেককে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়।
স্টেট ইমার্জেন্সি রেসপন্স সেন্টারের তথ্য অনুযায়ী, লাহুল-স্পিতি জেলায় সর্বাধিক ২৯০টি রাস্তা বন্ধ রয়েছে। এরপর চাম্বায় ১৩২টি ও মান্ডিতে ১২৬টি রাস্তা চলাচলের অযোগ্য হয়ে পড়ে। পাশাপাশি রাজ্যজুড়ে ৫ হাজার ৭৭৫টি বিদ্যুৎ ট্রান্সফর্মার এবং ১২৬টি পানীয় জল প্রকল্প দীর্ঘ সময় ধরে অচল ছিল।
শুক্রবার থেকে টানা তুষারপাতের ফলে কুল্লু জেলার পাটলিকুহাল থেকে মানালি এবং শিমলার তারা দেবী এলাকায় যান চলাচল মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। রাজ্যের জনপ্রিয় পর্যটন কেন্দ্রগুলোর মধ্যে কুফরিতে ৬৬ সেন্টিমিটার, এছাড়া মানালি (৪৫ দশমিক ৮ সেমি) এবং শিমলা (৪০ সেমি)। কুলুর উপজাতি অঞ্চলের কোঠিতে সমগ্র রাজ্যের মধ্যে সর্বোচ্চ ১০৫ সেমি তুষারপাত হয়েছে। পাশাপাশি গোন্ডলা (৮৫ সেমি), কেইলং (৭৫ সেমি), খাদ্রালা (৬৮ দশমিক ৬ সেমি), শিলারু (৪৫ সেমি), কুকুমসেরি (৪১ দশমিক ৪ সেমি), সাংলা (২৭ দশমিক ৫ সেমি), ভারমৌর (২৬ সেমি), সালোনি (২৫ দশমিক ৪ সেমি), জুব্বাল (২০ সেমি), কাল্পা (১৬ দশমিক ৪ সেমি) এবং মুরাং-এ ১৪ সেমি তুষারপাত হয়েছে।
তীব্র ঠান্ডার কারণে তাপমাত্রাও নেমে গেছে হিমাঙ্কের নিচে। শনিবার লাহুল-স্পিতির কুকুমসেরিতে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস, শিমলায় মাইনাস ০ দশমিক ৫ ডিগ্রি, মানালিতে মাইনাস ০ দশমিক ৪ ডিগ্রি এবং নারকান্দায় মাইনাস ৪ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।
উচ্চ পাহাড়ি এলাকার পাশাপাশি মধ্য ও নিম্ন পার্বত্য জেলাগুলিতেও ভারি বৃষ্টিপাত হয়েছে। সোলান জেলার ধরমপুরে সর্বোচ্চ ৯১ দশমিক ৪ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। এ ছাড়া উনা, পালামপুর, কাংড়া ও নাহান এলাকাতেও উল্লেখযোগ্য বৃষ্টিপাত হয়েছে।
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, ২৫ জানুয়ারি লাহুল-স্পিতি, চাম্বা, কিন্নৌর ও কুল্লু জেলার উঁচু এলাকায় হালকা তুষারপাত বা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি মান্ডি, উনা, বিলাসপুর, হামিরপুর, কাংড়া, সোলান ও সিরমৌর জেলায় ঘন কুয়াশা ও শৈত্যপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে।

