প্রশান্ত মহাসাগরে ফের মার্কিন বাহিনীর হামলা, নিহত ২

0
প্রশান্ত মহাসাগরে ফের মার্কিন বাহিনীর হামলা, নিহত ২

পূর্ব প্রশান্ত মহাসাগরে মাদক পাচারকারী সন্দেহে একটি ট্রলারে ফের প্রাণঘাতী হামলা চালিয়েছে মার্কিন সামরিক বাহিনী। শুক্রবারের এই অভিযানে ২ জন নিহত হয়েছেন এবং একজনকে জীবিত উদ্ধার করা হয়েছে বলে নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্রের সাউদার্ন কমান্ড।

অভিযানের বিস্তারিত মার্কিন সাউদার্ন কমান্ড সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) জানিয়েছে, প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের নির্দেশে ‘জয়েন্ট টাস্কফোর্স সাউদার্ন স্পিয়ার’ এই হামলা পরিচালনা করে। তারা জানিয়েছে, ‘চিহ্নিত সন্ত্রাসী সংগঠন’ দ্বারা পরিচালিত একটি নৌযান লক্ষ্য করে এই ‘লিথাল কাইনেটিক স্ট্রাইক’ বা প্রাণঘাতী হামলা চালানো হয়েছে।

মার্কিন কোস্টগার্ড সিএনএন-কে দেওয়া এক বিবৃতিতে জানিয়েছে, সাউদার্ন কমান্ডের কাছ থেকে খবর পাওয়ার পর তারা ঘটনাস্থলে পৌঁছে বেঁচে যাওয়া একজনকে উদ্ধারে কাজ শুরু করেছে।

মাদক চোরাচালান বন্ধের লক্ষ্যে ট্রাম্প প্রশাসনের শুরু করা ‘অপারেশন সাউদার্ন স্পিয়ার’-এর অধীনে এ পর্যন্ত অন্তত ১১৭ জন নিহত হয়েছেন। তবে গত বছরের তুলনায় চলতি বছরের শুরুতে হামলার গতি কিছুটা ধীর লক্ষ করা গেছে। এর আগে, সর্বশেষ গত ৩১ ডিসেম্বর দুটি নৌকায় হামলা চালিয়ে ৫ জনকে হত্যা করা হয়েছিল।

বিশ্লেষকরা বলছেন, ভেনেজুয়েলার নেতা নিকোলাস মাদুরোকে কারাকাস থেকে আটক করে নিউইয়র্কে নিয়ে আসার পর এটিই প্রথম বড় ধরনের হামলা। চলতি মাসের শুরুতে মাদুরো আদালতে নিজেকে নির্দোষ দাবি করেছেন।

প্রকাশ্যে মার্কিন কর্মকর্তারা এই অভিযানকে মাদকবিরোধী লড়াই হিসেবে বর্ণনা করলেও ট্রাম্প প্রশাসনের অনেক কর্মকর্তা ব্যক্তিগতভাবে স্বীকার করেছেন যে, এই সামরিক চাপের মূল লক্ষ্য ছিল মাদুরো সরকারকে ক্ষমতাচ্যুত করা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here