ঐতিহ্যবাহী নোয়াখালী পাবলিক লাইব্রেরীর ১৩০ বছরের ইতিহাস ও স্মৃতিচারণ ভিত্তিক গ্রন্থ “আমার স্মৃতিতে ঐতিহ্যবাহী নোয়াখালী পাবলিক লাইব্রেরী” নতুন ৪৫তম গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়েছে।
শনিবার দুপুরে নোয়াখালী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ কাজী মোহাম্মদ রফিক উল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে গ্রন্থের লেখক মো: ফখরুল ইসলাম তাঁর শুভেচ্ছা বক্তব্যে রাখেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ অর্থনীতি সমিতির কার্যনির্বাহী কমিটির সদস্য ড. মুজাফফর আহমেদ। নতুন গ্রন্থের লেখক মো: ফখরুল ইসলাম বলেন, এই আয়োজন কেবল একটি বইয়ের প্রকাশনা নয়; এটি নোয়াখালীর শিক্ষা, সংস্কৃতি ও ঐতিহ্যের দীর্ঘ ইতিহাসের অংশীদার হওয়ার এক স্মরণীয় মুহূর্ত। বক্তব্যে মো: ফখরুল ইসলাম তাঁর লেখালেখির শুরুর স্মৃতিচারণ করেন। তিনি বলেন, ১৯৭৮ সালে নোয়াখালী প্রেসক্লাবে তাঁর প্রতিষ্ঠিত ইউনাইটেড হবিস ক্লাবের উদ্যোগে জাতীয় হবি প্রদর্শনী আয়োজন করা হয়। সে সময় তিনি আজকের মতো লেখক বা গবেষক ছিলেন না।

