সিদ্ধিরগঞ্জে কাভার্ডভ্যানকে ধাক্কা, ট্রাক হেলপার নিহত

0
সিদ্ধিরগঞ্জে কাভার্ডভ্যানকে ধাক্কা, ট্রাক হেলপার নিহত

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে দাঁড়িয়ে থাকা একটি কাভার্ডভ্যানের পেছনে ইটবাহী মিনি ট্রাকের ধাক্কায় জিয়াউল হক (৪০) নামে এক ট্রাক হেলপার নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন মিনি ট্রাকের চালক। শনিবার (২৪ জানুয়ারি) বিকাল সাড়ে ৩টার দিকে ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের মাদানীনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহত চালকের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের উত্তর পাশে মক্কা মদিনা কার্গো সার্ভিসের একটি কাভার্ডভ্যান (ঢাকা মেট্রো-ট-২২-৩০৮৭) দাঁড়িয়ে চাকায় হাওয়া দিচ্ছিল। এ সময় এন.এস. বিল্ডার্সের একটি ইটবাহী মিনি ট্রাক (ঢাকা মেট্রো-ড-১৪-৫৬৯৯) দ্রুতগতিতে এসে কাভার্ডভ্যানটির পেছনে ধাক্কা দেয়। এতে কাভার্ডভ্যানটি সড়কের ঢালে গিয়ে আটকে যায় এবং ইটবাহী ট্রাকটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়।

দুর্ঘটনায় ট্রাকের চালকের পাশে বসে থাকা হেলপার জিয়াউল হকের দেহ ছিন্নভিন্ন হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। গুরুতর আহত ট্রাক চালককে স্থানীয়রা উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যান।

হাইওয়ে পুলিশের শিমরাইল ক্যাম্পের সার্জেন্ট খুরশীদ জানান, প্রাথমিকভাবে জানা গেছে কাভার্ডভ্যানটি সড়কের পাশে দাঁড়িয়ে চাকায় হাওয়া দিচ্ছিল। এ সময় পেছন থেকে ইটবাহী মিনি ট্রাকটি ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। নিহত জিয়াউল হকের মরদেহ উদ্ধার করে হাইওয়ে পুলিশের ক্যাম্পে রাখা হয়েছে। তার ঠিকানা শনাক্তের চেষ্টা চলছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here