ভাঙ্গায় এক্সপ্রেসওয়েতে ডাকাতির প্রস্তুতি, ডাকাতদলের ৬ সদস্য গ্রেফতার

0
ভাঙ্গায় এক্সপ্রেসওয়েতে ডাকাতির প্রস্তুতি, ডাকাতদলের ৬ সদস্য গ্রেফতার

ভাঙ্গায় এক্সপ্রেসওয়েতে ডাকাতির প্রস্তুতিকালে ডাকাতদলের তিন সদস্যকে আটক করা হয়। পরবর্তীতে তাদের স্বীকারোক্তি অনুযায়ী ডাকাত দলের আরও তিন সদস্যকে আটক করে ভাঙ্গা থানা পুলিশ। এ সময় তাদের কাছে থেকে দেশি অস্ত্র উদ্ধার করা হয়েছে। শনিবার তাদের বিরুদ্ধে ভাঙ্গা থানায় মামলা করেছে ভাঙ্গা থানা পুলিশ। 

আটককৃতরা হলেন- মাদারীপুর জেলার রাজৈর উপজেলার হৃদয়নন্দী গুচ্ছগ্রামের মো. কামাল উকিল (৪০), একই উপজেলার পশ্চিম রাজৈর গ্রামের শাহ আলম শেখ (৩৫), নেত্রকোনা জেলার দুর্গাপুর উপজেলার মধুয়াকোনা গ্রামের মো. ইনছান মিয়া (২৫)। এদের স্বীকারোক্তি ও তথ্য অনুযায়ী গত শুক্রবার ঢাকা শহরে পুলিশ অভিযান চালিয়ে শ্যামপুর এলাকা থেকে মো. রাজু মন্ডল (২৮), মো. নুর আলম (২৩), মো. উজ্জ্বল (৩০)।

শনিবার দুপুরে আটককৃতদের গ্রেফতার দেখিয়ে ফরিদপুর জেলহাজতে পাঠানো হয়েছে। পুলিশের দাবি- তারা ডাকাতদলের সক্রিয় সদস্য। এদের প্রত্যেকের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একাধিক ডাকাতি মামলা রয়েছে। 

ভাঙ্গা থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ভাঙ্গা থানা পুলিশের একটি দল বৃহস্পতিবার রাত পৌনে ২টার দিকে ভাঙ্গা-ঢাকা এক্সপ্রেসওয়ের ভাঙ্গা উপজেলার চান্দ্রা ইউনিয়নের সলিলদিয়া ব্রিজের পাশে এক্সপ্রেসওয়ের ঢাকামুখী লেনের ঢালে কয়েক জন লোক দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ডাকাতি করার উদ্দেশ্যে অবস্থানকালে পুলিশ ৩ জনকে দেশীয় অস্ত্রসহ আটক করে। 

ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল আলিম বলেন, গ্রেফতারকৃত আসামিরা জিজ্ঞাসাবাদে জানায় তারা ডাকাতি করার উদ্দেশ্যে উক্ত স্থানে সমবেত হয়েছিল। আসামিরা একটি সংঘবদ্ধ আন্তঃজেলা ডাকাত ও দস্যু দলের সদস্য। আসামিদের নামে বাংলাদেশের বিভিন্ন থানায় একাধিক ডাকাতির প্রস্তুতি ও ডাকাতি মামলা রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here