কুড়িগ্রামের বিভিন্ন সীমান্ত এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি, প্যান্ট পিস, গবাদিপশু, কম্বলসহ বিভিন্ন চোরাচালানি সামগ্রী জব্দ করেছে কুড়িগ্রাম ব্যাটালিয়ন-২২ বিজিবি। জব্দকৃত মালামালের আনুমানিক বাজার মূল্য ৪২ লাখ ৬৬ হাজার ৫০০ টাকা।
বিজিবি সূত্র জানায়, সীমান্তে মাদক ও চোরাচালানি প্রতিরোধে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। “জিরো টলারেন্স” নীতি কার্যকর রেখে সদস্যরা সতর্ক ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করছেন।
কুড়িগ্রাম ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক বলেন,‘দেশ ও জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে ভবিষ্যতেও এই ধরনের অভিযান নিয়মিতভাবে চলবে।’

