ফিক্সিং অভিযোগে বিসিবির সব দায়িত্ব ছাড়লেন পরিচালক শামীম

0
ফিক্সিং অভিযোগে বিসিবির সব দায়িত্ব ছাড়লেন পরিচালক শামীম

ফিক্সিংয়ের সঙ্গে জড়িত থাকার অভিযোগ ওঠার পর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক মোখলেসুর রহমান শামীম তার সব ধরনের দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন। অভিযোগের বিষয়টি সামনে আসার পর শুক্রবার তিনি স্বেচ্ছায় এই সিদ্ধান্তের কথা জানান।

সম্প্রতি এক ক্রীড়া সাংবাদিক তার ব্যক্তিগত প্ল্যাটফর্মে প্রকাশিত এক প্রতিবেদনে শামীমের বিরুদ্ধে ফিক্সিংয়ে জড়িত থাকার অভিযোগ তোলেন। বিষয়টি নিয়ে আলোচনা শুরু হলে এরপরই বিসিবির অডিট কমিটির চেয়ারম্যানসহ নিজের সব পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন শামীম।

ফেসবুকে দেওয়া এক বক্তব্যে তিনি বলেন,‘আমার বিরুদ্ধে ওঠা সাম্প্রতিক অভিযোগের প্রেক্ষিতে একটি নিরপেক্ষ, স্বচ্ছ ও গ্রহণযোগ্য তদন্ত নিশ্চিত করতে বিসিবির অডিট কমিটির চেয়ারম্যানসহ সব দায়িত্ব থেকে স্বেচ্ছায় সরে দাঁড়াচ্ছি। এটি কোনোভাবেই দায় স্বীকার নয়।’

তিনি আরও বলেন,‘বাংলাদেশ ক্রিকেট আমার কাছে শুধু দায়িত্ব নয়, এটি আবেগ ও সম্মানের জায়গা। ব্যক্তিগত অবস্থানের চেয়ে দেশের ক্রিকেটের সুনামই আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ।’

তদন্ত প্রক্রিয়ায় পূর্ণ সহযোগিতার আশ্বাস দিয়ে শামীম বলেন, তিনি বিশ্বাস করেন সত্য ও ন্যায় প্রতিষ্ঠিত হবে এবং ভবিষ্যতেও বাংলাদেশের ক্রিকেটের পাশে থাকবেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here