ঘন কুয়াশায় নৌযান চলাচল নিয়ে সতর্কবার্তা দিয়েছে আবহাওয়া অধিদফতর। সংস্থাটি বলছে, নদী অববাহিকায় দৃষ্টিসীমা কমতে পারে। সেজন্য সাবধানে নৌযানগুলোকে চলাচল করতে হবে।
শুক্রবার ভোর ৫টা থেকে পরবর্তী ৪ ঘণ্টার জন্য দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, দেশের নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশার কারণে দৃষ্টিসীমা ৩০০ মিটার বা কোথাও কোথাও এরচেয়ে কম হতে পারে। এসব এলাকার নৌযানগুলোকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে, তবে কোনো সংকেত দেখাতে হবে না।

