দৈনিক দিনকালের শ্রীপুর প্রতিনিধি ও শ্রীপুর প্রেস ক্লাবের সিনিয়র সহ সভাপতি মো. বশির আহমেদ কাজলের মা মোসা. জোবেদা খাতুন ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর।
বৃহস্পতিবার রাত ৮টায় গাজীপুরের শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের ছাতিরবাজার এলাকার নিজ বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি উচ্চ রক্তচাপ, ডায়াবেটিসসহ বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন।
শুক্রবার সকাল ১১টায় নিজ বাড়ির পাশে ক্রিয়েটিভ স্কুল অ্যান্ড কলেজ মাঠে তার নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
মরহুমার মৃত্যুতে কেন্দ্রীয় বিএনপির সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও গাজীপুর-৩ সংসদীয় আসনের বিএনপি মনোনীত প্রার্থী অধ্যাপক ডা. এসএম রফিকুল ইসলাম বাচ্চু, শ্রীপুর পৌর বিএনপি সভাপতি হুমায়ুন কবির সরকার, সদস্য সচিব বিল্লাল হোসেন বেপারী, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সহ সভাপতি রাশেদুল হক, দৈনিক বাংলাদেশ প্রতিদিনের জি এম অ্যান্ড হেড অফ ডিপার্টমেন্ট (সার্কুলেশন) মো. বিল্লাল হোসেন, শ্রীপুর প্রেসক্লাবের সভাপতি এসএম মাহফুল হাসান হান্নান, সাধারণ সম্পাদক সালাম রানা, যুগ্ম সম্পাদক রাতুল মন্ডল (আজকের পত্রিকা), সহ সম্পাদক শিহাব খান (এটিএন নিউজ), সহ সভাপতি মাহবুবুর রহমান (বাংলাদেশ প্রতিদিন) শোক জানিয়েছেন।
তারা মরহুমার রুহের মাগফিরাত কামনা করেন ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
