হেলিকপ্টারে করে মিরপুরে বিপিএলের ট্রফি নিয়ে আসবেন দুই ক্রিকেটার

0
হেলিকপ্টারে করে মিরপুরে বিপিএলের ট্রফি নিয়ে আসবেন দুই ক্রিকেটার

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চলতি আসরের পর্দা নামতে যাচ্ছে আজ। সন্ধ্যা ৬টায় মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে চট্টগ্রাম রয়্যালস এবং রাজশাহী ওয়ারিয়র্স ফাইনালে পরস্পরের মোকাবিলা করবে। খেলা শুরুর আগেই মাঠে উন্মোচিত হবে বিপিএলের নতুন ট্রফি।

আগে থেকেই আলোচনা চলছে ২৫ লাখ টাকা খরচ করে আনা বিপিএলের ট্রফি নিয়ে। ফাইনালের আগপর্যন্ত তা জনসম্মুখে না আনা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে। আজ ফাইনাল ম্যাচ শুরুর আগে বিকেল সাড়ে ৪টায় হবে ট্রফি উন্মোচন। এ ছাড়া এই বিষয় ঘিরে থাকছে বড় চমক। হেলিকপ্টারে করে ট্রফি নিয়ে মাঠে হাজির হবেন যুব বিশ্বকাপজয়ী অধিনায়ক আকবর আলি এবং নারী দলের সাবেক অধিনায়ক সালমা খাতুন। 

বিপিএল গভর্নিং কাউন্সিলের একটি সূত্র দেশের একটি গণমাধ্যমকে এমন তথ্য নিশ্চিত করেছে। এ ছাড়া ফাইনালে থাকছে না কোনো অনুষ্ঠান। কেবল প্রদর্শিত হবে আতশবাজি এবং লেজার শো।

এবারের আসরে প্রথম কোয়ালিফায়ারে রাজশাহীকে হারিয়ে প্রথম দল হিসেবে ফাইনালের টিকিট কেটেছিল চট্টগ্রাম রয়্যালস। একইদিন এলিমিনেটরে রংপুর রাইডার্সকে হারিয়ে কোয়ালিফায়ার নিশ্চিত করা সিলেট টাইটান্সকে পরাজিত করে দ্বিতীয় দল হিসেবে ফাইনাল নিশ্চিত করে রাজশাহী।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here