ব্রাহ্মণবাড়িয়ায় সরস্বতী পূজা

0
ব্রাহ্মণবাড়িয়ায় সরস্বতী পূজা

ব্রাহ্মণবাড়িয়ায় সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব সরস্বতী পূজা অনুষ্ঠিত হচ্ছে। জেলা শহরের প্রতিষ্ঠিত বিভিন্ন মন্দির ছাড়াও পাড়া মহল্লা এবং বাসা বাড়িতে অস্থায়ী পূজা মণ্ডপে সরস্বতী পূজা অনুষ্ঠিত হচ্ছে। 

পূজা মণ্ডপে শিক্ষার্থীরা সরস্বতীর রাতুল চরণে পুষ্পাঞ্জলী প্রদান করেন। পুষ্পাঞ্জলী প্রদানকালে তারা সরস্বতীর কাছে প্রার্থনা করেন সরস্বতী তিনি যেন বিদ্যাবুদ্ধি পাশাপাশি সুখ শান্তিতে বাংলাদেশকে সমৃদ্ধশালী করে তুলেন। সরস্বতী পূজাকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়ার ভক্তদের মাঝে উৎসব আমেজ বিরাজ করছে।

শিক্ষার্থী অহনা দেবনাথ, ত্রিদীপ্ত বিশ্বাস, অন্ডিলা দেবনাথ জানান, এ বছর মায়ের কাছে প্রার্থনা করেছি, আমরা যেন স্বাচ্ছন্দে বিদ্যাপীঠে গিয়ে বিদ্যা অর্জন করতে পারি। সে জন্যে মায়ের কাছে আমরা প্রার্থনা করেছি। এছাড়া নিজের এবং পরিবারের পাশাপাশি দেশ ও জাতির জন্য মঙ্গল কামনা করেছি আমরা।

শিক্ষার্থী রাজন পাল জানান, মা যেন প্রকৃত অর্থেই বিদ্যা বুদ্ধি জ্ঞানে আমাদেরকে সমৃদ্ধ করেন। পাশাপাশি আমাদের দেশকেও সমৃদ্ধশালী করেন।

এদিকে সকালে শহরের কেন্দ্রীয় মন্দির শ্রী শ্রী আনন্দময়ী কালীবাড়ি মন্দির, কালভৈরব মন্দির, দক্ষিণ কালীবাড়িসহ শহরের বিভিন্ন পাড়া মহল্লায় সরস্বতী মায়ের রাতুল চরণে পুস্পাঞ্জলী প্রদান করেন ভক্তরা। এসময় পুস্পাঞ্জলী মন্ত্রে দেশ জাতির কল্যাণের জন্যে প্রার্থনা করা হয়েছে।  

পূজা সম্পর্কে পুরোহিত কৃষ্ণ চক্রবর্তী জানান, প্রতি বছর মাঘ মাসের পঞ্চমী তিথিতে বিদ্যা ও জ্ঞানের দেবী সরস্বতীর পূজা অর্চনা করে থাকেন ভক্তরা। সন্ধ্যায় প্রতিটি মণ্ডপে রয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠানসহ প্রসাদ বিতরণের ব্যবস্থা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here