প্রাথমিক শিক্ষক নিয়োগের মৌখিক পরীক্ষা কবে, যা জানা গেল

0
প্রাথমিক শিক্ষক নিয়োগের মৌখিক পরীক্ষা কবে, যা জানা গেল

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় লিখিত ধাপে উত্তীর্ণ ৬৯ হাজার ২৬৫ জন প্রার্থী এখন মৌখিক পরীক্ষার অপেক্ষায়। তবে আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে মৌখিক পরীক্ষার সময়সূচি নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।

নির্বাচন সামনে থাকায় সরকারি প্রশাসনের ব্যস্ততা বেড়েছে। এ কারণে নির্বাচনের আগে মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে কিনা তা নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে প্রার্থীদের মধ্যে। এ বিষয়ে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর জানিয়েছে, আলোচনা সাপেক্ষে মৌখিক পরীক্ষার সময় নির্ধারণ করা হবে এবং চূড়ান্ত সিদ্ধান্ত হলে তা অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক (পলিসি ও অপারেশন) এ কে মোহম্মদ সামছুল আহসান গণমাধ্যমকে বলেন,‘মৌখিক পরীক্ষার তারিখ এখনো চূড়ান্ত হয়নি। বিষয়টি নিয়ে আলোচনা চলছে। তারিখ চূড়ান্ত হলে তা বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।’

উল্লেখ্য, গতকাল বুধবার প্রাথমিক শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এতে দেশের ৬১টি জেলায় (তিন পার্বত্য জেলা বাদে) শর্তসাপেক্ষে মোট ৬৯ হাজার ২৬৫ জন প্রার্থীকে মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here