কুমিল্লায় আইনজীবীর ভাড়া বাসা থেকে বিদেশি পিস্তল-গুলি উদ্ধার

0
কুমিল্লায় আইনজীবীর ভাড়া বাসা থেকে বিদেশি পিস্তল-গুলি উদ্ধার

কুমিল্লা নগরীর টমসম ব্রিজ এলাকায় নিয়মিত চেকপোস্ট চলাকালে এক যুবকের কাছ থেকে গুলি ও চাকু উদ্ধারের পর তার দেওয়া তথ্যে অভিযান চালিয়ে এক আইনজীবীর ভাড়া বাসা থেকে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলি উদ্ধার করেছে পুলিশ।

এ ঘটনায় অবৈধ অস্ত্র রাখার অভিযোগে দুজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতাররা হলেন- কুমিল্লা ধর্মপুর এলাকার মোক্তার বাড়ির খোরশেদ আলমের ছেলে মো. আরিফুর রহমান এবং একই এলাকার আব্দুল মতিনের ছেলে অ্যাডভোকেট মাহমুদুল হক মাসুম।

পুলিশ জানায়, বৃহস্পতিবার কুমিল্লা জেলা কোতোয়ালি থানাধীন ইপিজেড ফাঁড়ির একটি টিম টমসম ব্রিজ এলাকায় ছিনতাই ও চুরিবিরোধী নিয়মিত চেকপোস্ট পরিচালনা করছিল। এ সময় হেঁটে আসা আরিফুর রহমানকে সন্দেহজনক মনে হলে তাকে থামিয়ে তল্লাশি করা হয়। তল্লাশিতে তার কাছ থেকে একটি চাকু ও ৫ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। ব্যাপক জিজ্ঞাসাবাদ ও তার মোবাইল ফোন পর্যালোচনা করে অস্ত্রসংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য পায় পুলিশ। আরিফের দেওয়া তথ্যের ভিত্তিতে সদর দক্ষিণ থানা ও ইপিজেড ফাঁড়ির যৌথ পুলিশ টিম কুমিল্লা সদর দক্ষিণ থানার উত্তর আশরাফপুর এলাকায় ইবনে তাহমিয়া স্কুলের পূর্ব পাশে একটি চারতলা ভবনের নিচতলায় অ্যাডভোকেট মাহমুদুল হক মাসুমের ভাড়া বাসায় অভিযান চালায়। অভিযানে মাসুমের বেডরুমের ওয়ার্ডরোবের ভেতর থেকে একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন এবং ৫ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

ইপিজেড ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক মো. সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, আরিফুর রহমানের কাছ থেকে প্রাথমিকভাবে গুলি ও চাকু উদ্ধার করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে অ্যাডভোকেট মাহমুদুল হক মাসুমের বাসায় অভিযান চালিয়ে অবৈধ অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here