নাঈমুল ইসলাম খান ও তার স্ত্রীর নামে চার্জশিট অনুমোদন

0
নাঈমুল ইসলাম খান ও তার স্ত্রীর নামে চার্জশিট অনুমোদন

সম্পদ বিবরণী দাখিল না করায় স্বৈরাচারী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রেস সচিব নাঈমুল ইসলাম খান ও তার স্ত্রী নাসিমা খান মন্টির বিরুদ্ধে চার্জশিট অনুমোদন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বৃহস্পতিবার দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, দুদকের অনুসন্ধানে নাঈমুল ইসলাম খান ও তার স্ত্রী নাসিমা খান মন্টির নামে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসংগতিপূর্ণ সম্পদের তথ্য পাওয়া যায়। এ অবস্থায় দুদক আইন অনুযায়ী তাদের সম্পদ বিবরণী দাখিলের নির্দেশ দেওয়া হয়।

তবে নির্ধারিত সময়ের মধ্যে নাঈমুল ইসলাম খান ও নাসিমা খান মন্টি সম্পদ বিবরণী দাখিল করতে ব্যর্থ হন। সময় বাড়ানো হলেও বর্ধিত সময়ের মধ্যেও তারা সম্পদ বিবরণী দাখিল করেননি।

এতে করে দুদক আইন, ২০০৪–এর ২৬(২) ধারায় অপরাধ করায় তাদের বিরুদ্ধে চার্জশিট অনুমোদন করে দুর্নীতি দমন কমিশন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here