নতুন মাইলফলকে টেইলর সুইফট

0
নতুন মাইলফলকে টেইলর সুইফট

বিশ্ব সংগীতের ইতিহাসে নতুন এক অধ্যায় যুক্ত হলো পপ সুপারস্টার টেইলর সুইফটের নামের পাশে। ‘সংরাইটার্স হল অব ফেম’ কর্তৃপক্ষ ঘোষণা করেছে, ৩৬ বছর বয়সে টেইলর সুইফট ইতিহাসের দ্বিতীয় কনিষ্ঠতম গীতিকার হিসেবে এই সম্মানজনক স্থানে স্থান পাচ্ছেন। এর আগে ৩৩ বছর বয়সে এই কৃতিত্ব অর্জন করেছিলেন সোলের কিংবদন্তি স্টিভ ওয়ান্ডার।

সংগঠনটি জানায়, আগামী ১১ জুন নিউ ইয়র্ক সিটির ম্যারিয়ট মারকুইস হোটেলে জাঁকজমকপূর্ণ এক অনুষ্ঠানের মাধ্যমে তাকে আনুষ্ঠানিকভাবে এই সম্মাননা প্রদান করা হবে।

এবারের এই তালিকায় টেইলর সুইফটের পাশাপাশি অ্যালানিস মরিসেট, কেনি লগিনস এবং কিস ব্যান্ডের পল স্ট্যানলি ও জিন সিমন্স-ও সংরাইটার্স হল অব ফেমে যোগ দেবেন। সিবিএস মর্নিংস-এ এই ঘোষণা দেওয়ার সময় সংস্কৃতি বিশ্লেষক অ্যান্থনি ম্যাসন বলেন, “তারা মূলত আমাদের জীবনের শব্দবলি (সাউন্ডট্র্যাক) লিখেছেন। তাদের গানেই আমরা নাচি, কাঁদি কিংবা আনন্দে মেতে উঠি।”

১৯৬৯ সালে প্রতিষ্ঠিত সংস্থায় জায়গা পেতে হলে গীতিকারের প্রথম গান প্রকাশের অন্তত ২০ বছরের অভিজ্ঞতা ও “কালজয়ী” গানের তালিকা থাকা বাধ্যতামূলক। টেইলর সুইফটের ক্ষেত্রে এই শর্ত পূরণ তো বটেই- তিনি ইতোমধ্যেই ১৪টি গ্র্যামি জিতেছেন, যার মধ্যে চারবার পেয়েছেন ‘অ্যালবাম অব দ্য ইয়ার’ শিরোপা।

বিলবোর্ডের তথ্যমতে, তার সাম্প্রতিক অ্যালবাম ‘দ্য লাইফ অব আ শোগার্ল’ আধুনিক যুগের যেকোনো অ্যালবামের চেয়ে প্রথম সপ্তাহে বেশি বিক্রির রেকর্ড গড়েছে। এছাড়া ২০২৪ সালে মুক্তিপ্রাপ্ত ‘দ্য টর্চারড পোয়েটস ডিপার্টমেন্ট’ অ্যালবামটি যুক্তরাষ্ট্রে প্রায় ৮০ লাখ কপি বিক্রি হয়ে বিলবোর্ডের শীর্ষে রয়েছে।

২০২৫ সালের মে মাসে টেইলর সুইফট ঘোষণা করেন, দীর্ঘ আইনি লড়াই শেষে তিনি তার প্রথম ছয়টি অ্যালবামসহ সব মাস্টার রেকর্ডিংয়ের পূর্ণ মালিকানা ফিরে পেয়েছেন। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here