রাঙামাটিতে বাস চলাচল বন্ধ, দুর্ভোগে যাত্রীরা

0
রাঙামাটিতে বাস চলাচল বন্ধ, দুর্ভোগে যাত্রীরা

রাঙামাটি-চট্টগ্রাম সড়কে হঠাৎ বাস চলাচল বন্ধ করে দিয়েছে মোটর মালিক সমিতি। আজ বৃহস্পতিবার সকাল থেকে কোনো বাস ছেড়ে যায়নি রাঙামাটি শহর থেকে। কিন্তু এর আগে রাঙামাটি ও চট্টগ্রাম সড়কে বাস চলাচল বন্ধ থাকার আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেয়নি সংগঠনটি। যে কারণে চরম দুর্ভোগে পড়তে হয় রাঙামাটির যাত্রীদের। এতে সাধারণ যাত্রীদের মাঝে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে। 

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত বুধবার সন্ধ্যায় রাঙামাটি শহরের রিজার্ভ বাজার এলাকায় স্থানীয় জেলা বিএনপির নেতার ও মোটর মালিক সমিতির সভাপতি মো. সাইফুল ইসলাম শাকিলের বাক-বিতণ্ডা হয়। এ ঘটনার জের ধরে রাঙামাটি সৌদিয়া পরিবহন কাউন্টারে ভাংচুর করে তালা ঝুলিয়ে দেয় মোটর মালিক সমিতির নেতাকর্মীরা। বন্ধ করে দেওয়া হয় রাঙামাটি-চট্টগ্রাম সড়কে সৌদিয়া পরিবহন চলাচল। এ সময় ক্ষোভ দেখা দেয় সৌদিয়া বাসের যাত্রীদের। পরে রাতে আইন শৃঙ্খলাবাহিনীর সহায়তায় কাউন্টার খুলে আবারও সৌদিয়া বাস চলাচল স্বাভাবিক করা হয় রাঙামাটিতে। কিন্তু এ ঘটনার পর তীব্র ক্ষোভে রাঙামাটি মোটর মালিক সমিতির অধীনে সব পরিবহন অর্থাৎ বাস চলাচল বন্ধ করে দেওয়া হয়। বন্ধ থাকে টিকেট কাউন্টারও। সকাল থেকে হঠাৎ বাস বন্ধ থাকায় আগে থেকে টিকেট কাটা যাত্রীরা চরম দুর্ভোগে পড়ে। ভোগান্তি বাড়ে শিক্ষার্থীসহ সাধারণ যাত্রীদের।

এ ব্যাপারে রাঙামাটি থেকে চট্টগ্রামগামী এক যাত্রী মো. বেলাল হোসেন শাওন বলেন, রাঙামাটিতে বেড়াতে এসেছিলাম দু’দিন আগে। পাহাড়িকা বাসের টিকেট করেছিলাম। কিন্তু সকালে কাউন্টারে এসে দেখি রাঙামাটি শহরে বাস চলাচল হঠাৎ করে বন্ধ করে দেওয়া হয়েছে। তাই সমস্যায় পড়েছি। এখন বেশি টাকা দিয়ে অটোরিক্সা দিয়ে যেতে হচ্ছে চট্টগ্রামে। 

রাঙামাটি জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নিশাত শারমিন বলেন, দু’পক্ষের লোকজনকে নিয়ে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। দ্রুত রাঙামাটি-চট্টগ্রাম সড়কে বাস চলাচল সমস্যার সমাধান হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here