আরব আমিরাতে তাপমাত্রা নামল মাইনাস ২ ডিগ্রিতে

0
আরব আমিরাতে তাপমাত্রা নামল মাইনাস ২ ডিগ্রিতে

সংযুক্ত আরব আমিরাতের উত্তরাঞ্চলের জেবেল জাইস এলাকায় তাপমাত্রা নেমে এসেছে মাইনাস ২ ডিগ্রি সেলসিয়াসে। চলতি শীত মৌসুমে এটিই অঞ্চলটির সর্বনিম্ন তাপমাত্রা বলে জানিয়েছে দেশটির আবহাওয়া বিভাগ।

বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ তথ্য জানায় সংবাদমাধ্যম খালিজ টাইমস। প্রতিবেদনে বলা হয়, সংযুক্ত আরব আমিরাতের জাতীয় আবহাওয়া কেন্দ্র (এনসিএম) ভোর ৫টা ৪৫ মিনিটে জেবেল জাইস এলাকায় সর্বনিম্ন মাইনাস ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করে।

এর আগে আবহাওয়া পূর্বাভাসে জানানো হয়েছিল, জানুয়ারির দ্বিতীয়ার্ধে দেশটিতে শীতের তীব্রতা বাড়তে পারে। সেই পূর্বাভাসের সঙ্গেই সামঞ্জস্যপূর্ণভাবে পাহাড়ি এই অঞ্চলে হাড়কাঁপানো ঠান্ডা অনুভূত হচ্ছে।

তবে এটিই সংযুক্ত আরব আমিরাতের ইতিহাসে সর্বনিম্ন তাপমাত্রা নয়। ২০১৭ সালের ৩ ফেব্রুয়ারি দেশটির সর্বোচ্চ পর্বতশৃঙ্গ জেবেল জাইসের ঢালে রেকর্ড সর্বনিম্ন মাইনাস ৫ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল।

আবহাওয়াবিদরা জানিয়েছেন, পাহাড়ি এলাকায় শীতের এই তীব্রতা আরও কয়েকদিন অব্যাহত থাকতে পারে।

সূত্র: খালিজ টাইমস

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here