মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম যুক্তরাষ্ট্রের তৈরি, এখানে তেলআবিবের কৃতিত্ব নেয়ার কিছু নেই। যদিও বরাবরই আয়রন ডোমকে নিজেদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা হিসেবে দাবি করে আসছে ইসরায়েল।
সুইজারল্যান্ডের ডাভোসে ওয়ার্ল্ড ইকোনোমিক ফোরামে দেয়া ভাষণে ট্রাম্প এই দাবি করেন। ট্রাম্প জানান, তিনি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে বলেছেন আয়রন ডোমের জন্য ক্রেডিট না নিতে।
ট্রাম্পের ভাষায়, ‘এটা আমরা ইসরায়েলের জন্য করেছি। এই সূত্র ধরেই আমি বিবিকে(নেতানিয়াহু) বলেছি, বিবি (আয়রন) ডোম নিয়ে ক্রেডিট নেয়া বন্ধ করেন, এটা আমাদের প্রযুক্তি।’
যদিও সবসময়ই ইসরায়েল দাবি করে আসছে আয়রন ডোম তাদের প্রযুক্তি। আয়রন ডোম ইসরায়েলে স্থানীয়ভাবেই বানানো হয়েছে।
ট্রাম্প এসময় আরও বলেন, আমরা ইসরায়েলের জন্য যা করেছি সেটা অসাধারণ। তবে যুক্তরাষ্ট্র, কানাডাসহ বাকিদের জন্যও এর চেয়েও ভালো কিছু তৈরি করা হবে।
সূত্র: প্রেস টিভি

