মুন্সীগঞ্জ জেলা পল্লী বিদ্যুৎ সমিতির ২৫০তম নিয়মিত মাসিক বোর্ড সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বেলা ১১টায় সমিতির সদর দপ্তরের বোর্ড সভা কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন মুন্সীগঞ্জ জেলা পল্লী বিদ্যুৎ সমিতির বোর্ড সভাপতি মো. হামিদুল ইসলাম লিংকন।
সভায় গ্রাহকসেবার মানোন্নয়ন, নিরবচ্ছিন্ন ও টেকসই বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতকরণ, সেবার গুণগত মান বৃদ্ধিসহ আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ‘হ্যাঁ’ ভোট বিষয়ে আলোচনা করা হয় এবং এ সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এছাড়াও সমিতির সার্বিক কার্যক্রম, চলমান উন্নয়ন প্রকল্প, বিদ্যুৎ সরবরাহের বর্তমান পরিস্থিতি, গ্রাহকসেবা উন্নয়ন এবং প্রশাসনিক বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সভাপতির বক্তব্যে বোর্ড সভাপতি মো. হামিদুল ইসলাম লিংকন সমিতির সার্বিক অগ্রগতি ও কার্যক্রমে বোর্ড সদস্য ও কর্মকর্তাদের আন্তরিক সহযোগিতার জন্য ধন্যবাদ জানান। তিনি ভবিষ্যতেও সমিতির উন্নয়ন, স্বচ্ছতা ও গ্রাহকসেবার মান আরও বৃদ্ধিতে সবার সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানান।
সভায় উপস্থিত ছিলেন সমিতির জেনারেল ম্যানেজার মো. ইউসুফ আলী, সচিব চৈতী দেবনাথ, সহ-সভাপতি লাইজু আকতার, কোষাধ্যক্ষ নাছির উদ্দিন, বোর্ড পরিচালক সোয়েব হোসেন শামীম, মোহাম্মদ এমারত হোসেন, আব্দুল কাদির ও সামছুল হক হাওলাদার।
এছাড়াও উপস্থিত ছিলেন নির্বাহী কৌশলী মাসুম বিল্লাহ আযাদ, সদর দপ্তরের ডিজিএম বাবুল হোসেন, মুন্সীগঞ্জ জোনাল অফিসের ডিজিএম সানোয়ার হোসেন, সিরাজদিখান জোনাল অফিসের ডিজিএম নূরুল আলম ভূঁইয়া, শ্রীনগর জোনাল অফিসের ডিজিএম মাহামুদুল হাসান, টংগীবাড়ি জোনাল অফিসের ডিজিএম আবদুস সালাম, লৌহজং জোনাল অফিসের ডিজিএম মোহাম্মদ মনসুর হোসেনসহ বিভিন্ন জোনাল ও সাব-জোনাল অফিসের কর্মকর্তাবৃন্দ।

