মুন্সীগঞ্জের লৌহজংয়ের উত্তর থানা এলাকায় অভিযান চালিয়ে ইয়াবাসহ দুই বোনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকালে উপজেলার কুমারভোগ ইউনিয়নের ঈদগাহ এলাকা তাদের গ্রেফতার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, কুমারভোগ ঈদগাহ এলাকার মো. মতিউর রহমান ওরফে মতি মাতবরের দুই মেয়ে ইতি আক্তার (২৫) ও কাকলী আক্তার (৩৬)।
জেলা পুলিশ সুপার মো. মেনহাজুল আলম এক প্রেস বিজ্ঞপ্তিতে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ডিবি পুলিশের পরিদর্শক মো. মহিদুল ইসলামের নেতৃত্বে একটি টিম কুমারভোগ ঈদগাহ এলাকায় অভিযান চালায়। ওই সময় মাদক বিক্রির জন্য অবস্থান করা দুই বোন ইতি ও কাকলীকে গ্রেফতার করা হয়। পরে তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে ৬১০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

