টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে চলমান অনিশ্চয়তা আজই কাটতে পারে। বিকেলে বিশ্বকাপ দলে থাকা ক্রিকেটারদের সঙ্গে বৈঠকে বসছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। সেখানেই এই ইস্যুতে চূড়ান্ত সিদ্ধান্ত আসার সম্ভাবনা রয়েছে।
এরই মধ্যে আইসিসি স্পষ্ট করে জানিয়েছে, বাংলাদেশকে বিশ্বকাপে খেলতে হলে ভারতেই খেলতে হবে। তবে বিসিবি ভারতে দল পাঠানোর বিষয়ে এখনো অনড় অবস্থানে রয়েছে। এই পরিস্থিতিতে খেলোয়াড়রাও পড়েছেন দোটানায়।
বিশ্বকাপ দলে থাকা অলরাউন্ডার শেখ মেহেদী হাসান মনে করেন, এই সিদ্ধান্ত পুরোপুরি বোর্ড ও সরকারের এখতিয়ার। বিপিএলে চট্টগ্রাম রয়্যালসের অধিনায়ক মেহেদী বলেন, ‘বিশ্বকাপ খেলতে কে না চায়? সবাই চাইবে। কিন্তু এটা পুরোপুরি বোর্ডের সিদ্ধান্ত। সরকারেরও একটা অবস্থান আছে। তারা আমাদের অভিভাবক। তারা যা বলবে, খেলোয়াড় হিসেবে আমাদের সেটাই করা উচিত।’
আজ মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুশীলন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মেহেদী। ক্রীড়া উপদেষ্টার সঙ্গে বৈঠকে কী বলবেন—এ প্রশ্নে তিনি বলেন, ‘বিশ্বকাপ দলে যারা আছে, তাদের ব্যক্তিগতভাবে মিটিংয়ের জন্য জানানো হয়েছে। সেখানে গেলে বোঝা যাবে আসলে সিদ্ধান্তটা কী হতে যাচ্ছে।’
বিশ্বকাপ ইস্যুর প্রভাব পড়েছে বিপিএলের উত্তাপেও। আগামীকাল রাজশাহী ওয়ারিয়র্সের বিপক্ষে ফাইনালে মুখোমুখি হবে চট্টগ্রাম রয়্যালস। তবে ফাইনাল ঘিরে উন্মাদনা কিছুটা কম বলে মনে করছেন মেহেদী। তিনি বলেন, ‘আমরা এখন পুরোপুরি বিপিএল ফাইনাল নিয়েই প্রস্তুতি নিচ্ছি। বিশ্বকাপ বিষয়টা আমাদের হাতে নেই। এটা ম্যানেজমেন্টের ওপর নির্ভর করছে। তারা যেভাবে সিদ্ধান্ত নেবে, বিশ্বকাপ দলে থাকা খেলোয়াড়রা সেভাবেই এগোবে।’

