নামিবিয়াকে ১৪৫ রানের লক্ষ্য দিল বাংলাদেশ

0
নামিবিয়াকে ১৪৫ রানের লক্ষ্য দিল বাংলাদেশ

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাই পর্বে টানা দুই ম্যাচ জয়ের পর তৃতীয় ম্যাচে নামিবিয়ার বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। টস জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় নামিবিয়া। ব্যাট করতে নেমে শুরু থেকেই দলে ধাক্কা খায় টাইগ্রেসরা, তবে পরে গুরুত্বপূর্ণ উইকেট জুটিতে সংগ্রহটা দাঁড়ায় ১৪৪ রানে।

ইনিংসের শুরুতে ওপেনার জুরাইরা ফেরদৌস মাত্র ইনিংসের চতুর্থ বলে সাজঘরে ফেরেন। এরপর শারমিন আক্তার সুপ্তাও বেশিক্ষণ টিকতে পারেননি এবং ১৩ রান করে আউট হন।

দলীয় ৪৪ রানে ওপেনার দিলারা আক্তারও ফিরলে বাংলাদেশের পরিস্থিতি ভেঙে পড়ে। তিনি ১৭ বলে ২৫ রান করেন। সেখান থেকে দলের সংগ্রহকে তোলা শুরু করেন নিগার সুলতানা জ্যোতি ও সোবহানা মোস্তারি। জ্যোতি খেলেন ২৯ বলে ২১ রান, আর সোবহানা ২৩ বলে ২৭ রান করে দলের সংগ্রহকে অনেকটা স্থিতিশীল করে তোলেন।

শেষ দিকে স্বর্ণা আক্তার অপরাজিত থাকেন ২২ বল খেলে ৩৪ রানে। রিতু মনি রান আউট হন ৬ রানে, আর রাবেয়া খান শূন্য রানে ফিরেন।

নামিবিয়ার পক্ষে দুটি করে উইকেট নেন সাইমা তুহাডেলানি ও সিলভিয়া শিহেপো। একটি করে উইকেট পান ওয়াইকা মাটিলে ও জুরিন ডাইগার্ট।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here