এবার কিউবার নিয়ন্ত্রণ নিতে চান ট্রাম্প

0
এবার কিউবার নিয়ন্ত্রণ নিতে চান ট্রাম্প

ভেনেজুয়েলায় নজিরবিহীন হস্তক্ষেপের পর এবার কিউবাযর শাসনব্যবস্থাও পরিবর্তন করতে চান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার মার্কিন প্রভাবশালী সংবাদমাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে জানানো হয়েছে, চলতি বছরের শেষ নাগাদ কিউবার বর্তমান রাজনৈতিক ব্যবস্থাকে ভেঙে দেওয়ার পরিকল্পনা করছে ট্রাম্প প্রশাসন। 

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে ক্ষমতাচ্যুত করার সাম্প্রতিক সাফল্যে উজ্জীবিত হয়ে ওয়াশিংটন এখন কিউবার বিরুদ্ধে অর্থনৈতিক যুদ্ধ এবং অভ্যন্তরীণ অস্থিতিশীলতা সৃষ্টির কৌশল গ্রহণ করেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, কিউবার দীর্ঘদিনের জ্বালানি সরবরাহকারী দেশ ভেনেজুয়েলার ওপর মার্কিন নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার ফলে হাভানার অর্থনীতি এখন খাদের কিনারে দাঁড়িয়ে আছে বলে মনে করছে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো। কিউবায় বর্তমানে তীব্র খাদ্য সংকট, ওষুধের অভাব এবং ঘন ঘন ব্ল্যাকআউট চলছে। ফলে দেশটির জনজীবনকে বিপর্যস্ত। মার্কিন কর্মকর্তারা বিশ্বাস করছেন, ভেনেজুয়েলার তেলের ওপর নির্ভরশীল কিউবার অর্থনীতি শিগগিরই পুরোপুরি ধসে পড়বে।

তবে সরাসরি কোনো সামরিক অভিযানের সুনির্দিষ্ট পরিকল্পনা না থাকলেও হোয়াইট হাউস বর্তমানে কিউবার প্রশাসনের ভেতর থেকেই এমন ব্যক্তিদের খুঁজছে যারা মার্কিন স্বার্থে সহযোগিতা করতে পারে। ভেনেজুয়েলার অভিজ্ঞতায় অনুপ্রাণিত হয়েই এই ভেতরের লোক খোঁজার কৌশলে হাঁটছে ওয়াশিংটন। এই প্রক্রিয়ার অংশ হিসেবে মার্কিন সামরিক বাহিনী ইতোমধ্যে ভেনেজুয়েলা সংশ্লিষ্ট তেলবাহী ট্যাঙ্কারগুলো জব্দ করা শুরু করেছে, যার মূল উদ্দেশ্য হলো কিউবার জ্বালানি সংযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন করে দেওয়া।

এদিকে যুক্তরাষ্ট্রের এই আক্রমণাত্মক মনোভাব নিয়ে খোদ মার্কিন সরকারের ভেতরেই মতভেদ দেখা দিয়েছে। ফ্লোরিডায় অবস্থানরত কিউবান প্রবাসীরা এই কঠোর পদক্ষেপকে সমর্থন করলেও প্রশাসনের একটি অংশ ১৯৫৯ সালের পর কিউবার বিরুদ্ধে মার্কিন ব্যর্থতার দীর্ঘ ইতিহাসের কথা স্মরণ করিয়ে দিচ্ছে। তাদের মতে, দশকের পর দশক ধরে চলা অবরোধ কিউবার কমিউনিস্ট সরকারকে হটাতে পারেনি। তা সত্ত্বেও প্রেসিডেন্ট ট্রাম্প কিউবার নেতৃত্বকে উৎখাত করাকে তার পররাষ্ট্রনীতির বড় সাফল্য হিসেবে দেখছেন। স্টেট ডিপার্টমেন্ট এবং হোয়াইট হাউসের পক্ষ থেকে ইতোমধ্যে কিউবাকে হুমকি দেওয়া হয়েছে। তবে কিউবার প্রেসিডেন্ট মিগুয়েল দিয়াজ-ক্যানেল এই হুমকি সরাসরি প্রত্যাখ্যান করে জানিয়েছেন, কোনো ধরণের ভয়ভীতি বা চাপের মুখে কিউবা আত্মসমর্পণ করবে না।

সূত্র: আল জাজিরা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here