মুন্সীগঞ্জে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ

0
মুন্সীগঞ্জে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ

মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ীতে দলীয় সমাবেশে নাম ঘোষণাকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে বেশ কয়েক জন আহত হয়েছেন বলে দাবি করেছেন নেতাকর্মীরা।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) উপজেলার দিঘিরপাড় ইউনিয়নের দিঘিরপাড় বাজার ও কামারখাড়া বাজার এলাকায় শাহিন গ্রুপ ও মোল্লা গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।

পুলিশ ও নেতাকর্মীরা জানায়, মুন্সীগঞ্জ-২ আসনের বিএনপি প্রার্থী আবদুস সালাম আজাদের নির্বাচনী প্রচারণা উপলক্ষে দুপুরে দিঘিরপাড় বাজার বাসস্ট্যান্ড এলাকায় সমাবেশের আয়োজন করা হয়। তবে সমাবেশে শাহিন গ্রুপ ও মোল্লা গ্রুপের নাম আগে ঘোষণাকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়।

একপর্যায়ে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এর আগে সকালে সমাবেশে যোগ দিতে দিঘিরপাড় বাজার থেকে ধানের শীষের প্রচারণায় একটি মিছিল নিয়ে কামারখাড়া বাজারে গেলে সেখানে প্রথম দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও হাতাহাতির ঘটনা ঘটে। সংঘর্ষে আশেপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়লে ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ করে দেয়।

টঙ্গিবাড়ী থানার(ভারপ্রাপ্ত কর্মকর্তা) ওসি মনিরুল হক ডাবলু জানায়, পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে। কোন হতাহতের ঘটনা ঘটেনি। অভিযোগ পেলে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here