টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ এখনো অনিশ্চিত। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল জানিয়েছে, নির্ধারিত সূচি অনুযায়ী বিশ্বকাপে খেলতে হলে বাংলাদেশ দলকে ভারতেই যেতে হবে। অন্যথায় বাংলাদেশকে ছাড়াই অনুষ্ঠিত হবে এবারের টি টোয়েন্টি বিশ্বকাপ।
নিরাপত্তাজনিত শঙ্কার কথা উল্লেখ করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড শুরু থেকেই ভারতে যেতে অনিচ্ছা প্রকাশ করে আসছে। বিসিবি শ্রীলংকায় ম্যাচ আয়োজনের দাবিতে অনড় অবস্থান নিয়েছে। তবে আইসিসি সেই আবেদন নাকচ করে দিয়েছে।
এমন বাস্তবতায় আজ বিকেলে ক্রিকেটারদের সঙ্গে জরুরি বৈঠকে বসেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে অনুষ্ঠিত এই বৈঠকে উপস্থিত ছিলেন টি টোয়েন্টি বিশ্বকাপ দলের অধিনায়ক লিটন দাস।
বিশেষভাবে আলোচনায় এসেছে, বিশ্বকাপ স্কোয়াডে না থাকা সত্ত্বেও বৈঠকে উপস্থিত ছিলেন ওয়ানডে ও টেস্ট দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, মেহেদি হাসান মিরাজ। স্কোয়াডের বাইরে থেকেও তাঁদের উপস্থিতি সিদ্ধান্ত প্রক্রিয়ায় গুরুত্ব বহন করছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
এর আগে একাধিকবার বিসিবি স্পষ্ট করেছে, নিরাপত্তা শঙ্কা কাটেনি এমন পরিস্থিতিতে ভারতে গিয়ে বিশ্বকাপ খেলার প্রশ্নে তারা অনড়। ক্রীড়া উপদেষ্টাও বিভিন্ন সময়ে একই অবস্থান পুনর্ব্যক্ত করেছেন।
তবে আইসিসির সভায় ভেন্যু পরিবর্তনের আবেদন প্রত্যাখ্যাত হওয়ার পর বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল আইসিসির কাছে একদিন সময় চেয়েছেন। এই সময়ের মধ্যেই সরকার, বিসিবি ও ক্রিকেটারদের মতামতের ভিত্তিতে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে জানা গেছে।

