ছাত্রদলে যোগ দিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুই শতাধিক শিক্ষার্থী

0
ছাত্রদলে যোগ দিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুই শতাধিক শিক্ষার্থী

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সিরাজগঞ্জ জেলা শাখার সাবেক আহ্বায়ক সজিব সরকারের নেতৃত্বে প্রায় দুই শতাধিক ছাত্র ছাত্রদলে যোগদান করেছেন। বৃহস্পতিবার দুপুরে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকুর বাসভবনে টুকুর হাতে ফুল দিয়ে তারা যোগদান করেন। 

টুকু বলেন, যে সকল ছাত্ররা আন্দোলন সংগ্রাম করে দেশকে ফ্যাসিস্টমুক্ত করেছে। তারা আজ ছাত্রদলের পতাকাতলে এসেছে। বিএনপির পক্ষ থেকে তাদেরকে ওয়েলকাম জানাই। বাংলাদেশে যত সংস্কার হয়েছে তা জিয়াউর রহমান ও খালেদা জিয়ার হাত ধরেই হয়েছে। বর্তমানে নতুন বাংলাদেশ গড়ার জন্য তারেক রহমান প্রস্তুত। তারেক রহমান ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে একটি কল্যান রাষ্ট্র গড়ে তুলবেন। 

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক আহ্বায়ক সজীব সরকার, জিয়াউর রহমানের হাত ধরেই বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে। বিএনপি গণতান্ত্রিক দল। বাংলাদেশের সকল উন্নয়ন বিএনপি হাত ধরেই  হয়েছে। আমরা ২৪’র গণঅভ্যুত্থানের পর আমরা যে বাংলাদেশ প্রত্যাশা করেছি তা একমাত্র বিএনপির মাধ্যমে বিনির্মান সম্ভব হবে। 

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সিনিয়র মুখ্য সংগঠক জুবায়ের আল ইসলাম সেজান আহমেদ বলেন, দেড় বছর নির্দলীয় ব্যানারে কাজ করেছি। কিন্তু একটি গুপ্ত বাহিনী এই ব্যানারকে কাজে লাগিয়ে অপকর্ম করত। এ জন্য আমারা দীর্ঘ দিন ব্যানারটাকে ধরে রেখেছিলাম। এখন আমরা ছাত্রদলের যোগদান করেছি।  

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক যুগ্ম আহবায়ক ইয়াসিন আরাফাত ইসান জানান, আমরা জিয়াউর রহমানের আদর্শে বিশ্বাসী। তারেক রহমান দেশে আসার পর তার কর্মকাণ্ড দেখে মনে হয়েছে আমরা যদি ছাত্রদলে যোগদান করি তাহলে আমরা দেশ এবং তরুন প্রজন্মের জন্য কিছু করতে পারব। এ জন্য আমাদের ছাত্রদলে যোগদান করা। 

জেলা বিএনপির সাধারন সম্পাদক সাইদুর রহমান বাচ্চু বলেন, প্রায় দুই শতাধিক শহীদ জিয়ার আদর্শ অনুপ্রানিত হয়ে ছাত্রদলে যোগদান করেছে। নির্বাচনকে সামনে নতুন যোগদানকৃতদের রেখে ধানের শীষের পক্ষে নির্বাচনের পক্ষে কাজ করবে। পাশাপাশি বিভিন্ন কলেজের অরাজকতা-অনিয়ম নিরসনসহ জেএনজিদের সংগঠিত করার নির্দেশনা দেওয়া হয়েছে। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here