আসন্ন অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ সামনে রেখে ভারতকে কৌশলে খোঁচা দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত একটি প্রচারণামূলক ভিডিওতে অতিথিপরায়ণতার গল্পের আড়ালে ভারতের উদ্দেশে ব্যঙ্গাত্মক মন্তব্য তুলে ধরা হয়েছে।
এক সপ্তাহের মধ্যে শুরু হতে যাওয়া এই টি-টোয়েন্টি সিরিজটি হবে পাকিস্তান ও অস্ট্রেলিয়ার জন্য ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠেয় আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে শেষ প্রস্তুতি পর্ব। সিরিজ উপলক্ষে পিসিবি তাদের অফিসিয়াল ফেসবুক ও এক্স অ্যাকাউন্টে একটি প্রোমো ভিডিও প্রকাশ করে।
ভিডিওতে দেখা যায়, একজন অস্ট্রেলীয় পর্যটক পাকিস্তান ঘুরে বেড়াচ্ছেন এবং দেশটির আতিথেয়তায় মুগ্ধ হচ্ছেন। পাকিস্তান টি-টোয়েন্টি দলের অধিনায়ক সালমান আঘা নিজে সেই পর্যটকের রাতের খাবারের বিল পরিশোধ করে বলেন, ‘আপনি আমাদের অতিথি।’
এরপর এক স্থানীয় ট্যাক্সিচালক পর্যটককে জানান, অতিথির কাছ থেকে তিনি ভাড়া নেবেন না। পর্যটক বিদায় নিতে চাইলে চালক তাকে থামিয়ে বলেন, ‘মেট, হ্যান্ডশেক ভুলে গেছেন! মনে হয় পাশের দেশে ছিলেন।’
এই সংলাপটি গত বছরের এশিয়া কাপে ভারতীয় দলের পাকিস্তানের সঙ্গে হাত মেলাতে অস্বীকৃতি জানানোর ঘটনার প্রতি ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে। পেহেলগাম হামলা এবং ‘অপারেশন সিঁদুর’ চলাকালে দুই দেশের রাজনৈতিক ও সামরিক উত্তেজনার প্রেক্ষাপটে ভারতীয় ক্রিকেটারদের এই আচরণ ব্যাপক আলোচনার জন্ম দিয়েছিল।
অনেকের মতে, পিসিবির এই প্রোমো ভারতের জনপ্রিয় ‘মওকা মওকা’ বিজ্ঞাপনেরও এক ধরনের জবাব, যেখানে আইসিসি টুর্নামেন্টে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের সাফল্যকে ব্যঙ্গ করে উপস্থাপন করা হয়।
ভিডিওর শেষাংশে অস্ট্রেলীয় পর্যটক সালমান আঘাকে বলেন, তিনি পাকিস্তানে দারুণ সময় কাটাচ্ছেন, তবে অস্ট্রেলিয়া যদি সিরিজ জেতে, তাহলে আরও ভালো লাগবে। জবাবে পাকিস্তান অধিনায়ক বলেন, ‘আমরা অতিথিপরায়ণ, কিন্তু ক্রিকেটে আমরা প্রস্তুত।’
পাকিস্তান ও অস্ট্রেলিয়ার মধ্যকার তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ অনুষ্ঠিত হবে আগামী ২৯ ও ৩১ জানুয়ারি এবং ১ ফেব্রুয়ারি। সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে।

