বিশ্বকাপ ইস্যুতে ক্রিকেটারদের সঙ্গে জরুরি বৈঠকে আসিফ নজরুল

0
বিশ্বকাপ ইস্যুতে ক্রিকেটারদের সঙ্গে জরুরি বৈঠকে আসিফ নজরুল

ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলবে কি না- এই সিদ্ধান্ত ঘিরে চরম অনিশ্চয়তায় দেশের ক্রিকেট। এমন পরিস্থিতিতে বিশ্বকাপ স্কোয়াডে থাকা ক্রিকেটারদের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা ড. আসিফ নজরুল।

জানা গেছে, আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে এই বৈঠক অনুষ্ঠিত হবে। সেখানে ভারতের মাটিতে গিয়ে খেলা অথবা না খেলার বিষয়সহ চলমান বিশ্বকাপ সংকট নিয়ে খেলোয়াড়দের মতামত শোনা হবে। এর আগের দিন বুধবার রাতে ক্রীড়া উপদেষ্টার সঙ্গে বিসিবি সভাপতিসহ বোর্ডের কয়েকজন শীর্ষ কর্মকর্তা সাক্ষাৎ করেন।

টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে নিরাপত্তা উদ্বেগের কথা জানিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ভারত থেকে ম্যাচ সরিয়ে শ্রীলঙ্কায় আয়োজনের দাবি তুলেছিল। তবে আইসিসি সেই আবেদন সরাসরি প্রত্যাখ্যান করে জানিয়ে দিয়েছে, নির্ধারিত সূচি অনুযায়ী ভারতে খেলতে না এলে বাংলাদেশের পরিবর্তে অন্য দলকে বিশ্বকাপে অন্তর্ভুক্ত করা হবে। এমন অবস্থায় চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে বাংলাদেশকে ২৪ ঘণ্টার সময়সীমা দিয়েছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা।

আইসিসির অবস্থানের পরও আশার আলো দেখছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম। তার মতে, এখনও সব দরজা পুরোপুরি বন্ধ হয়ে যায়নি। আইসিসি সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে পারে এমন প্রত্যাশা তার। তিনি বলেন, বিশ্বকাপে খেলতে সবাই চায়, বাংলাদেশও তার ব্যতিক্রম নয়। তবে বোর্ডের অবস্থান ও সরকারের দৃষ্টিভঙ্গি মিলিয়েই পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

বিসিবি সভাপতির ভাষ্য, সরকারের ওপর কোনো ধরনের চাপ সৃষ্টি করতে চান না তারা। নিরাপত্তার প্রশ্নে সরকার যে সিদ্ধান্ত নেবে, সেটিই আইসিসিকে জানানো হবে। কারণ একটি রাষ্ট্রের সিদ্ধান্তে শুধু খেলোয়াড় নয়, সার্বিক বিষয় বিবেচনায় নেওয়া হয়।

এর আগে বুধবার আইসিসির গভর্নিং বডির ভার্চুয়াল বৈঠকে বাংলাদেশ ছাড়াও কেবল পাকিস্তান ভারতের মাটিতে না খেলার পক্ষে অবস্থান নেয়। তবে বাকি সদস্য দেশগুলোর ভোট বাংলাদেশের বিপক্ষে যাওয়ায় আইসিসির সিদ্ধান্ত অপরিবর্তিত থাকে। 

পাশাপাশি সংস্থাটি জানিয়েছে, ভারতে খেলতে গিয়ে বাংলাদেশের জন্য কোনো নিরাপত্তা ঝুঁকি নেই। এখন ক্রিকেটারদের মতামত ও সরকারের চূড়ান্ত সিদ্ধান্তের দিকেই তাকিয়ে রয়েছে দেশের ক্রিকেট অঙ্গন। আজকের দিনটিই ঠিক করে দিতে পারে- টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ভবিষ্যৎ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here