ইরানকে হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েলি সেনাপ্রধান

0
ইরানকে হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েলি সেনাপ্রধান

ইরানের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যেই যেকোনো ধরনের শত্রুভাবাপন্ন পদক্ষেপের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন ইসরায়েলি সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল ইয়াল জামির। 

সম্প্রতি নেভাতিম বিমান ঘাঁটি পরিদর্শনের সময় তিনি জানান, দেশের নিরাপত্তা রক্ষায় যেকোনো প্রান্তে যেকোনো শত্রুর ওপর শক্তিশালী আঘাত হানতে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) পুরোপুরি প্রস্তুত রয়েছে। এই বিমান ঘাঁটিতেই ইসরায়েলি বিমান বাহিনীর শক্তিশালী এফ-৩৫ স্টিলথ ফাইটারগুলো রাখা হয়। 

চলতি সপ্তাহেই আইএএফ-এর বহরে নতুন তিনটি এফ-৩৫ যুদ্ধবিমান যুক্ত হয়েছে। যার ফলে ইসরায়েলের হাতে এখন এই অত্যাধুনিক বিমানের সংখ্যা দাঁড়িয়েছে মোট ৪৮টি।

সেনাপ্রধান জামির পাইলটদের উদ্দেশে দেওয়া বক্তব্যে বিমান বাহিনীকে ইসরায়েলের কৌশলগত শক্তির মূল ভিত্তি হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, গত দুই বছরের লড়াইয়ে সম্মুখভাগে থেকে এই বাহিনী যে অনন্য অভিজ্ঞতা অর্জন করেছে, তা বিশ্বে বিরল। বিশেষ করে গত জুনে ইরানের সাথে ১২ দিনের যুদ্ধের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে ভবিষ্যতে যেকোনো ধরনের আকস্মিক যুদ্ধ মোকাবিলার প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল। 

এর আগে হোম ফ্রন্ট কমান্ড সদর দপ্তর পরিদর্শনের সময়ও তিনি জানিয়েছিলেন, বহুমুখী হুমকি মোকাবিলায় ইসরায়েলি বাহিনী এখন সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে এবং বেসামরিক জানমাল রক্ষায় তারা সর্বাধুনিক সক্ষমতা প্রয়োগ করতে দ্বিধাবোধ করবে না।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here