কুষ্টিয়ায় নিরাপদ সড়ক নিশ্চিতকরণের দাবিতে মানববন্ধন করেছে নিরাপদ সড়ক চাই (নিসচা) কুষ্টিয়া জেলা শাখা।
বুধবার বিকেলে কুষ্টিয়া শহরের মজমপুর ট্রাফিক অফিসের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এ সময় হাইওয়ে সড়কে অবৈধ যানবাহন চলাচল বন্ধ এবং শহরের ভেতরে অটোরিকশা নিয়ন্ত্রণের আহ্বান জানানো হয়।
নিসচা কুষ্টিয়া জেলা শাখার সভাপতি নূরুন্নবী বাবু এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শাহারিয়া ইমন রুবেল এর সঞ্চালনায় বক্তব্য রাখেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি জাহাঙ্গীর হাফিজ লালু, ‘একটু পাশে দাঁড়াই’ সামাজিক সংগঠনের সভাপতি মোস্তাফিজুর রহমান সুমন, জেলা দোকান মালিক সমিতি, জুনিয়র ও যুব সংগঠনের বিভিন্ন নেতা।
বক্তারা বলেন, হাইওয়ে সড়কে নিয়ন্ত্রণহীনভাবে অবৈধ যানবাহন চলাচলের কারণে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে, সাধারণ মানুষ প্রাণ হারাচ্ছে বা অঙ্গহীন হচ্ছে। এছাড়া শহরের ভেতরে অটোরিকশা চলাচল নিয়ন্ত্রণহীন হওয়ায় যানজটের মাত্রা বেড়েছে। তারা অবিলম্বে হাইওয়ে সড়কে অবৈধ যান চলাচল বন্ধে কঠোর অভিযান এবং শহরে অটোরিকশা চলাচল নিয়ন্ত্রণের জন্য সুনির্দিষ্ট নীতিমালা গ্রহণের দাবি জানান।
মানববন্ধনে উপস্থিত ছিলেন নিসচা জেলা শাখার অন্যান্য কার্যনির্বাহী সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। বক্তারা দ্রুত দাবি বাস্তবায়ন না হলে কঠোর কর্মসূচি নেয়ার হুঁশিয়ারি দেন।

