মেলবোর্নকে হারিয়ে ফাইনালে ওঠার লড়াইয়ে রিশাদরা

0
মেলবোর্নকে হারিয়ে ফাইনালে ওঠার লড়াইয়ে রিশাদরা

বিগ ব্যাশ লিগের নকআউট ম্যাচে রোমাঞ্চকর লড়াইয়ে মেলবোর্ন স্টার্সকে ৩ রানে হারিয়ে ফাইনালে ওঠার লড়াইয়ে টিকে থাকল হোবার্ট হারিকেন্স। বৃষ্টিবিঘ্নিত এই ম্যাচে ডাকওয়ার্থ-লুইস-স্টার্ন (ডিএলএস) পদ্ধতিতে জয় পায় রিশাদ হোসেনদের দল।

শেষ ওভারে জয়ের জন্য প্রয়োজন ছিল ২৬ রান। প্রথম বলেই ছক্কা হাঁকান মার্কাস স্টয়নিস। তবে পরের বৈধ ডেলিভারিতে আরেকটি ছক্কা মারতে গিয়ে আউট হন তিনি। এরপর হিল্টন কার্টরাইট ক্রিজে এসে টানা তিন বলে দুটি চার ও একটি ছক্কায় ম্যাচে নতুন উত্তেজনা যোগ করেন। কিন্তু শেষ বলে পাঁচ রানের সমীকরণে এক রানের বেশি নিতে না পারায় নাটকীয় জয় নিয়ে মাঠ ছাড়ে হোবার্ট।

হোবার্টে ম্যাচ শুরুর আগ থেকেই বৃষ্টির প্রভাব পড়ে। প্রথমে ম্যাচের দৈর্ঘ্য কমিয়ে ১০ ওভার করা হয়। টস হেরে ব্যাটিংয়ে নেমে হোবার্ট হারিকেন্স ৫ উইকেট হারিয়ে তোলে ১১৪ রান।

স্টার্সের ইনিংসের শুরুতে দুই ওভার যেতেই আবার বৃষ্টি নামায় খেলা বন্ধ হয়। পরে ডিএলএস পদ্ধতিতে সাত ওভারে তাদের লক্ষ্য নির্ধারিত হয় ৮৫ রান। শেষ পর্যন্ত গ্লেন ম্যাক্সওয়েলদের ৮১ রানে আটকে দিয়ে জয় নিশ্চিত করে হোবার্ট।

এই জয়ের ফলে আগামী শুক্রবার চ্যালেঞ্জার ম্যাচে সিডনি সিক্সার্সের মুখোমুখি হবে হোবার্ট হারিকেন্স। ওই ম্যাচের বিজয়ী দল ফাইনালে জায়গা করে নেবে।

রোমাঞ্চে ভরা ম্যাচে বল হাতে খুব একটা সফল হতে পারেননি বাংলাদেশের লেগ স্পিনার রিশাদ হোসেন। দুই ওভারে ২৪ রান দিয়ে উইকেটশূন্য থাকেন তিনি। নিজের ১২ বলের মধ্যে মাত্র একটি ডট বল করতে পারেন রিশাদ, হজম করেন দুটি ছক্কা।

চতুর্থ ওভারে বোলিংয়ে এসে প্রথম বলেই জো ক্লার্কের কাছে ছক্কা হজম করেন রিশাদ। এরপর পাঁচ বলে আর কোনো বাউন্ডারি না দিলেও দেন মোট ১৩ রান। ষষ্ঠ ওভারে ফিরে এসে আরও ১১ রান দেন তিনি। ওই ওভারে এক পর্যায়ে স্যাম হার্পার স্বেচ্ছায় রিটায়ার্ড আউট হয়ে মাঠ ছাড়েন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here