সাড়ে তিন মাস পর দেশে ফিরলেন অপূর্ব

0
সাড়ে তিন মাস পর দেশে ফিরলেন অপূর্ব

যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। মঙ্গলবার (২০ জানুয়ারি) সন্ধ্যা ৭টায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। প্রায় সাড়ে তিন মাস পর দেশে ফিরলেন অভিনেতা। 

জানা গেছে, স্ত্রী ও নবজাতক কন্যার সঙ্গে সময় কাটানোর পরই তার এই ফেরা। এর আগে, গত বছরের ২ অক্টোবর স্বল্প সময়ের জন্য যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন তিনি। তার স্ত্রী শাম্মা দেওয়ান তৃষা অন্তঃসত্ত্বা হওয়ায় যুক্তরাষ্ট্রে পাড়ি জমান অভিনেতা।

গত ১২ ডিসেম্বর অপূর্ব ও শাম্মার ঘরে জন্ম নেয় একটি কন্যাসন্তান। আদরের সেই কন্যার নাম রাখা হয়েছে আনায়া ফারুক। স্ত্রী ও সন্তানের সঙ্গে সময় কাটিয়েই এবার দেশে ফিরলেন জনপ্রিয় এই অভিনেতা।

দেশে ফিরে আপাতত কিছুদিন বিশ্রামে থাকার পরিকল্পনা রয়েছে অপূর্বর। এরপর আবারও ফিরবেন তার চেনা কর্মজগতে—লাইট, ক্যামেরা ও অ্যাকশনের সামনে।

জানা গেছে, একটি নাটকের একদিনের প্যাচওয়ার্ক দিয়েই আবার ক্যামেরার সামনে দাঁড়াবেন তিনি। এরপর অপূর্ব অংশ নেবেন দুটি ওয়েব সিরিজে—শিহাব শাহীন পরিচালিত ‘গোলাম মামুন ২’ এবং সালেহ সোবহান অনীমের ‘হেডলাইন’।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here