ভারতে বাংলাদেশ দলের নিরাপত্তা নিয়ে কোনো হুমকি নেই: আইসিসির বিবৃতি

0
ভারতে বাংলাদেশ দলের নিরাপত্তা নিয়ে কোনো হুমকি নেই: আইসিসির বিবৃতি

২০২৬ আইসিসি পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপ নির্ধারিত সূচি অনুযায়ীই অনুষ্ঠিত হবে এবং বাংলাদেশের সব ম্যাচ খেলতে হবে ভারতেই। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) বোর্ড সভা শেষে দেওয়া এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে।

আইসিসি জানায়, বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) তাদের ম্যাচ শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়ার অনুরোধ জানানোয় বিষয়টি পর্যালোচনার জন্য ভিডিও কনফারেন্সের মাধ্যমে বোর্ড সভা ডাকা হয়। সভায় নিরাপত্তা-সংক্রান্ত সব দিক খতিয়ে দেখা হয়েছে বলে জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, বিষয়টি বিবেচনার সময় স্বাধীন নিরাপত্তা মূল্যায়নসহ সব ধরনের নিরাপত্তা পর্যালোচনা সম্পন্ন করা হয়েছে। এসব মূল্যায়নে দেখা গেছে, ভারতের কোনো ভেন্যুতেই বাংলাদেশ দলের খেলোয়াড়, দলীয় কর্মকর্তা, গণমাধ্যমকর্মী কিংবা সমর্থকদের জন্য কোনো ধরনের নিরাপত্তা হুমকি নেই।

আইসিসি বোর্ড আরও উল্লেখ করেছে, টুর্নামেন্ট শুরুর এত কাছাকাছি সময়ে এসে সূচিতে পরিবর্তন আনা বাস্তবসম্মত নয়। কোনো বিশ্বাসযোগ্য নিরাপত্তা হুমকি না থাকা সত্ত্বেও সূচি পরিবর্তন করলে ভবিষ্যতের আইসিসি টুর্নামেন্টগুলোর জন্য তা নেতিবাচক দৃষ্টান্ত তৈরি করবে। এতে আন্তর্জাতিক নিয়ন্ত্রক সংস্থা হিসেবে আইসিসির নিরপেক্ষতা ও টুর্নামেন্টের স্বচ্ছতা প্রশ্নের মুখে পড়তে পারে বলেও সতর্ক করা হয়েছে।

আইসিসির এক মুখপাত্র বলেন, ‘গত কয়েক সপ্তাহ ধরে আইসিসি বিসিবির সঙ্গে ধারাবাহিক ও গঠনমূলক আলোচনা চালিয়ে গেছে, যার লক্ষ্য ছিল বাংলাদেশ যেন এই টুর্নামেন্টে অংশ নিতে পারে। এ সময় স্বাধীন নিরাপত্তা মূল্যায়ন, ভেন্যুভিত্তিক পূর্ণাঙ্গ নিরাপত্তা পরিকল্পনা এবং আয়োজক কর্তৃপক্ষের আনুষ্ঠানিক নিশ্চয়তাসহ বিস্তারিত তথ্য বিসিবির সঙ্গে শেয়ার করা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘সব মূল্যায়নের সিদ্ধান্ত একটাই—ভারতে বাংলাদেশ দলের নিরাপত্তা নিয়ে কোনো বিশ্বাসযোগ্য বা যাচাইযোগ্য হুমকি নেই। এরপরও বিসিবি তাদের অবস্থানে অনড় থাকে এবং বিষয়টিকে একটি বিচ্ছিন্ন ও অপ্রাসঙ্গিক ঘটনার সঙ্গে যুক্ত করেছে, যা একজন খেলোয়াড়ের ঘরোয়া লিগে অংশগ্রহণসংক্রান্ত। এই ঘটনার সঙ্গে বিশ্বকাপের নিরাপত্তা কাঠামো বা অংশগ্রহণের শর্তের কোনো সম্পর্ক নেই।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here