নেপালে সেরা ফিমেল শর্টফিল্ম পুরস্কার পেলো ‘ঝরা পাতার চিঠি’

0
নেপালে সেরা ফিমেল শর্টফিল্ম পুরস্কার পেলো ‘ঝরা পাতার চিঠি’

১৪তম নেপাল-আফ্রিকা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে পুরস্কার পেলো বাংলাদেশের সিনেমা ‘ঝরা পাতার চিঠি’। ছবিটি ইন্টারন্যাশনাল ফিমেল শর্টফিল্ম ক্যাটাগরিতে শ্রেষ্ঠ চলচ্চিত্র নির্বাচিত হয়েছে। নেপালের রাজধানী কাঠমান্ডুতে উৎসবের শেষদিনে পুরস্কার গ্রহণ করেন ছবিটির নির্মাতা শায়লা রহমান তিথি।

‘ঝরা পাতার চিঠি’ শায়লা রহমান তিথি নির্মিত তৃতীয় স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র। ২০২৫ সালে মুক্তি পাওয়া ছবিটি এ নিয়ে দুটি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে নির্বাচিত হলো। প্রথমটি ২৪তম ঢাকা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল ও দ্বিতীয়টি ১৪তম নেপাল-আফ্রিকা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল।

চলচ্চিত্রটিতে অভিনয় করেছেন বিশিষ্ট সংগীত শিল্পী পার্থ বড়ুয়া, স্বর্ণালী চৈতী, আরজুমান্দ আরা বকুল, নাজমুল হক বাবু, সাবিকুন্নাহার কাঁকন। গীতিকার, সুরকার ও কণ্ঠশিল্পী বাশার বাবু। চিত্রগ্রাহক বরকত হোসেন পলাশ। আবহ সংগীত মীর মাসুম, সম্পাদনা এম ডি লিংকন, শিল্প নির্দেশক সীমান্ত সজল। ছবিটির সহকারী পরিচালক নাজমুল হাসান লারজু। আর প্রযোজনা করেছেন তাপস দাস ও কামাল বায়েজিদ।

কাঠমান্ডুর ফিল্ম ডেভেলপমেন্ট বোর্ডে ১৬-১৯ জানুয়ারি অনুষ্ঠিত উৎসবে বাংলাদেশের আরও দুটি চলচ্চিত্র পুরস্কৃত হয়েছে। ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম বিভাগে সেরা হয়েছে খন্দকার সুমন পরিচালিত ‘সাঁতাও। আর ইন্টারন্যাশনাল শর্টফিল্ম বিভাগে স্পেশাল মেনশন অ্যাওয়ার্ড পেয়েছে সাগর ইসলামের ‘নো ডাইস’।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here