যুক্তরাজ্যে অস্ট্রেলিয়ার ৯৯% রফতানি পণ্য শুল্কমুক্ত

0

সম্প্রতি যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়ার মধ্যে একটি মুক্ত বাণিজ্য চুক্তি সম্পন্ন হয়েছে। এতে উভয় দেশের প্রধান আমদানি ও রফতানিকারকদের মধ্যে উচ্ছ্বাস দেখা গেছে। কারণ, এই চুক্তির মাধ্যমে যুক্তরাজ্যের বাজারে অস্ট্রেলিয়ার ৯৯ শতাংশের বেশি পণ্য রফতানিতে শুল্কমুক্ত সুবিধা লাভ করে। খবর দ্য গার্ডিয়ানের

ব্রিটিশ হাইকমিশনার ভিকি ট্রেয়াডেল অস্ট্রেলিয়া ও যুক্তরাজ্যের মধ্যকার এই বাণিজ্য নোটটি প্রকাশ করেন।

অস্ট্রেলিয়ার সহকারী বাণিজ্যমন্ত্রী টিম আয়ারস জানিয়েছেন, চুক্তিটি রফতানিকারক, কোম্পানি ও শ্রমিকদের জন্য আরও বেশি সুযোগ তৈরি করবে।

যুক্তরাজ্য অস্ট্রেলিয়ার ১২তম বৃহত্তম বাণিজ্যিক অংশীদার। উভয় দেশের মধ্যে ২০২২ সালে ১ হাজার কোটি ডলারের দ্বিপক্ষীয় বাণিজ্য সম্পন্ন হয়েছে। এছাড়া ২০২১-২২ অর্থবছরে ৪৪০ কোটি ডলারের পরিষেবা বাণিজ্য হয়। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here