বিশ্বকাপে খেলতে যাওয়ার প্রশ্নে যা বললেন লিটন

0
বিশ্বকাপে খেলতে যাওয়ার প্রশ্নে যা বললেন লিটন

টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের খেলার বিষয়টি এখনো ঝুলে আছে। আসন্ন টুর্নামেন্ট খেলতে ভারতে না যাওয়ার আগের অবস্থানেই অনড় আছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অন্যদিকে, ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) থেকেও ইতিবাচক কোনো সাড়া মিলছে না। 

মঙ্গলবার এলিমিনেটরে সিলেটের কাছে শেষ বলে হেরে ছিটকে গেছে রংপুর রাইডার্স। পরে সংবাদ সম্মেলনে আসন্ন বিশ্বকাপ নিয়ে অধিনায়ক লিটন দাসের কাছে জানতে চাওয়া হয়। জবাবে তিনি জানান, বিশ্বকাপে খেলতে যাবেন কিনা এখনো সিউর না। 

বিশ্বকাপ খেলা নিয়ে বোর্ডের সিদ্ধান্ত আইডিয়াল কিনা এমন প্রশ্নে লিটন কেবল বলেন, নো কমেন্ট। 

এর আগে জানতে চাওয়া হয় তার সঙ্গে বোর্ড কোনো যোগাযোগ করেছে কি না লিটন সোজা বলেন, না।

প্রসঙ্গত, ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে তৈরি হওয়া জটিলতা দ্রুত কাটার কোনো আভাস দেখা যাচ্ছে না। এরই মধ্যে গণমাধ্যমে নানা খবর উঠে আসছে। সাম্প্রতিক এক খবরে বলা হয়েছিল, বিসিবিকে আগামী বুধবার, ২১ জানুয়ারির মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে বলেছে। যদিও এমন কথা অস্বীকার করেছে খোদ বিসিবি। 

বাংলাদেশ যদি ভারতে গিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে অস্বীকৃতি জানায় তাহলে তাদের জায়গায় স্কটল্যান্ডকে টুর্নামেন্টে অন্তর্ভুক্ত করার বিষয়টিও আলোচনায় এসেছে।

অবশ্য ব্রিটিশ গণমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, আইসিসি এই ব্যাপারে স্কটল্যান্ডের সঙ্গে কোনো যোগাযোগ করেনি। স্কটিশ ক্রিকেটের কর্মকর্তারাও আপাতত আইসিসির সঙ্গে এ নিয়ে কোনো কথা বলেনি। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here