লন্ডনে লরি চাপায় বাংলাদেশি শিক্ষার্থী নিহত

0
লন্ডনে লরি চাপায় বাংলাদেশি শিক্ষার্থী নিহত

তিন বোনের আদরের একমাত্র ভাই শাকিল। পরিবারের স্বপ্ন, মায়ের ভরসা, বাবার সাহস। নতুন জীবনের আশায়, নিজের পায়ে দাঁড়ানোর দৃঢ় প্রত্যয়ে শাকিল পাড়ি জমিয়েছিল লন্ডনে। কিন্তু বছর না পেরোতেই লাশ হয়ে দেশে ফিরতে হচ্ছে এই তরুণ শিক্ষার্থীকে।

লন্ডনের স্থানীয় সময় সোমবার (১৯ জানুয়ারি) দিবাগত রাতে পূর্ব লন্ডনের কমার্শিয়াল রোডে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত মারা যান শাকিল।

এর আগে, বুধবার (১৪ জানুয়ারি) দুপুরে পূর্ব লন্ডনের কমার্শিয়াল রোডে বাইসাইকেল চালানোর সময় একটি প্রাইভেটকারের চালক হঠাৎ গাড়ির দরজা খুলে দিলে শাকিল ধাক্কা খেয়ে রাস্তায় পড়ে যান। এ সময় পেছন থেকে আসা একটি দ্রুতগামী লরি তাকে চাপা দেয়। তারপর গুরুতর আহত অবস্থায় তাকে রয়্যাল লন্ডন হাসপাতালে ভর্তি করা হয়।

দুই দিন ধরে মৃত্যুর সঙ্গে লড়াই করে অবশেষে গত শুক্রবার রাতে সে হার মানে। মাত্র ২৫ বছর বয়সে নিভে গেল একটি উজ্জ্বল জীবনপ্রদীপ।

শাকিল সিলেটের কানাইঘাট উপজেলার বানিগ্রাম গ্রামের বাসিন্দা ফজলুল হকের বড় ছেলে। তিনি প্রায় এক বছর আগে স্টুডেন্ট ভিসায় যুক্তরাজ্যে যান। পড়াশোনার পাশাপাশি কিছুদিন ধরে শাকিল ফুড ডেলিভারির কাজ করতেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here