ফোর্বসের স্ব-নির্মিত নারীদের তালিকায় রিহানা-টেলর-বিয়ন্সে

0

বিশ্বজুড়ে যেমন ছড়িয়েছেন সুরের মুর্চ্ছনা, তেমনি উদ্যোক্তা হিসেবেও সুনাম রয়েছে রিহানা, বিয়ন্সে এবং টেলর সুইফটের মতো সঙ্গীত তারকার। এবার ফোর্বসের মর্যাদাপূর্ণ আমেরিকার সবচেয়ে ধনী স্ব-নির্মিত নারীদের তালিকাতেও আধিপত্য বিস্তার করেছেন এই তিন পপতারকা।

এই র‌্যাঙ্কিংয়ে প্রতিভাবান শিল্পীদের অসাধারণ কৃতিত্ব প্রদর্শনের পাশাপাশি তাদের বিপুল সম্পদ এবং প্রভাবও তুলে ধরা হয়। এবছর এই সম্মানজনক তালিকায় তাদের সাথে যোগ দিচ্ছেন বিনোদন জগতের ম্যাডোনা, অপরাহ এবং ডলি পার্টনের মতো আইকনিক ব্যক্তিত্বও।

বিয়ন্সে
অপরদিকে খ্যাতিমান পপতারকা বিয়ন্সে ৫৪০ মিলিয়নের আনুমানিক নেট মূল্যের সম্পদ নিয়ে সাথে ৪৮ তম স্থান দখল করেছেন। সঙ্গীতে তার তিন দশকের দীর্ঘ ক্যারিয়ার তার এই সম্পদের ভিত্তি। উল্লেখযোগ্যভাবে ফ্যাশন হাউজ বালমেইনের সাথে বিয়ন্সের অংশীদারিত্বও তার সম্পদের অন্যতম উৎস। এছাড়া তার প্রশংসিত রেনেসাঁ অ্যালবাম, মিউজিক্যাল ট্যুর সহ ব্যবসায়িক দক্ষতা তারকাকে এই তালিকায় জায়গা করে দিয়েছে। 

টেলর সুইফট
এই গুরুত্বপূর্ণ তালিকায় আরো জয়গা করে নিয়েছেন অপরাহ, কিম কারদাশিয়ান, কাইলি জেনার, ম্যাডোনা, সেলিন ডিওন, ডলি পার্টন, রিজ উইদারস্পুন, বারব্রা স্ট্রিস্যান্ড, সেরেনা উইলিয়ামস এবং শোন্ডা রাইমস মি এর মতো ব্যক্তিত্ব।

সূত্র : ফোর্বস ও পেজ সিক্স।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here