৫২ বছরের ঐতিহ্যের অবসান ঘটিয়ে জাপান থেকে বিদায় নিচ্ছে শেষ দুটি জায়ান্ট পান্ডা। দুই দেশের মধ্যে বাড়তে থাকা তীব্র রাজনৈতিক উত্তজনার জেরে নির্ধারিত সময়ের এক মাস আগেই শিয়াও শিয়াও এবং লেই লেই নামের এই জমজ পান্ডা দুটিকে চীনে ফেরত পাঠানো হচ্ছে।
১৯৭২ সালে দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক হওয়ার পর এই প্রথম জাপান কোনো পান্ডা ছাড়াই তাদের দিন অতিবাহিত করবে। টোকিওর উয়েনো চিড়িয়াখানায় জন্ম নেওয়া এই চার বছর বয়সী পান্ডা দুটিকে দেখার জন্য এখন দর্শনার্থীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যাচ্ছে। এমনকি শেষবারের মতো এক নজর দেখার জন্য মানুষ দীর্ঘ ছয় ঘণ্টা পর্যন্ত লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করছেন।
আগামী ২৫ জানুয়ারি হবে তাদের শেষ প্রদর্শনী এবং ২৭ জানুয়ারি তাদের নিয়ে যাওয়া হবে সিচুয়ানের একটি সংরক্ষণ কেন্দ্রে।
চীন ও জাপানের মধ্যে এই পান্ডা কূটনীতির ইতি টানার পেছনে মূল কারণ হিসেবে দেখা হচ্ছে সাম্প্রতিক ভূ-রাজনৈতিক অস্থিরতাকে। গত বছরের নভেম্বরে তাইওয়ান ইস্যুতে জাপানি প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির বিতর্কিত বক্তব্যের পর থেকেই দুই দেশের সম্পর্কে বড় ধরনের ফাটল ধরে।
তাকাইচি ইঙ্গিত দিয়েছিলেন, তাইওয়ানে কোনো সামরিক হামলা হলে জাপান সামরিকভাবে হস্তক্ষেপ করতে পারে। এতে বেইজিংকে চরমভাবে ক্ষুব্ধ হয়। এর প্রতিক্রিয়া হিসেবে চীন এরই মধ্যে জাপানি সামুদ্রিক খাবার আমদানিতে নিষেধাজ্ঞা দিয়েছে। দুই দেশের মধ্যে সাংস্কৃতিক বিনিময় কমিয়ে দিয়েছে।
যদিও টোকিও প্রশাসন নতুন করে পান্ডা আনার চেষ্টা চালিয়েছিল কিন্তু বর্তমান পরিস্থিতিতে বেইজিংয়ের পক্ষ থেকে কোনো ইতিবাচক সাড়া পাওয়া যায়নি।
সূত্র: সাউথ চায়না মর্নিং পোস্ট

